“সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়”—এই স্লোগানকে ধারণ করে উদযাপিত হলো মেঘদূত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক-সুহৃদ মিলনমেলা ২০২৫।
ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে শনিবার (২৭ সেপ্টেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছিল আয়োজনটি। এ সময় অমর একুশে বইমেলা ২০২৫-এ মেঘদূত প্রকাশনের “বেস্ট সেলার সম্মাননা” প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত তিনজন লেখক হলেন—নূরুল হক, মাকসুদা বিথী এবং খান আফিফা লুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ট্রেডিং করপোরেশনের সিইও জনাব হাদিয়ার রহমান মীর।
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজ বিনির্মাণে সৌন্দর্য ও জ্ঞানের চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বৈষম্যহীন মানবতাবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সৃজনশীল চর্চার বিকল্প নেই। মানুষের সৃষ্টিশীলতার বিকাশের মাধ্যমে দেশপ্রেমের বিস্তার ঘটাতে পারলেই আলোকিত ও সুন্দর সমাজ বিনির্মাণ সহজ হবে।”
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মেঘদূত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মযজ্ঞের প্রশংসা করেন। মননশীল ও শুদ্ধ সমাজ বিনির্মাণে মেঘদূতের পথচলা আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক গরীব নেওয়াজ। এ সময় অনুষ্ঠানের সদস্যসচিব কবি ও কথাসাহিত্যিক খান আফিফা লুনা, মেঘদূতের সাধারণ সম্পাদক কবি, কথাসাহিত্যিক ও আবৃত্তিশিল্পী তাহেরা আফরোজসহ দুই শতাধিক লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেঘদূতের সভাপতি, ভাষাবিদ রাশেদ চৌধুরী।

