logo
ads

৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু 

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ এ.এম
৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু 

রাকসু নির্বাচনের ভোটগ্রহণে নারী ভোটারদের দীর্ঘ লাইন। 

উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৭টি ভোট কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।

ভোটাররা জানান, ৩৫ বছর পর রাকসুর প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি। 

মুন্নুজান হলের বিতর্ক বিষয়ক সম্পাদক প্রার্থী সানজিদা বলেন, আমি বিতর্কের মানুষ। প্রার্থী হয়েছি একই বিষয়ে। আমার হলের আপুরা আমার যোগ্যতা দেখেই আমাকে ভোট দেবেন আশা করছি। 

আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাউদ্দীন আম্মার বলেন, এখন পর্যন্ত পরিবেশ ভালো। কেবল তো ভোট শুরু। দেখা যাক সারাদিন কেমন হয়?

রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ