logo
ads

পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

বিশেষ প্রতিনিধি 

প্রকাশকাল: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পি.এম
পূবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিব বাদ স্থানীয় মাঠে আয়োজিত এই মাহফিলে জনসমাগম জমে ওঠে নেতা-কর্মীদের ঢলে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন, সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ত্যাগ অনন্য। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন,দ্রুত সুস্থ হয়ে তিনি যেন আবার দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন, এ কামনা করা হয় দোয়া মাহফিলে।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন সাড়া পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ