কোরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই গাজীপুর-৫ আসনে ন্যায়বিচার, সুশাসন ও টেকসই পরিবর্তন নিশ্চিত করা সম্ভব—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খায়রুল হাসান। তিনি বলেন, গাজীপুর-৫ এর মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ কোরআনের আদর্শে নিহিত। রোববার (১৪ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের হাড়িবাড়ি টেক এলাকার রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল হাসান বলেন, কোরআন শুধু ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ সংবিধান। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে কোরআনের নির্দেশনা অনুসরণ করা হলে সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটবে। তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা নেতৃত্বই কেবল জনগণের জান-মাল, অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে। তাই বলবো গাজীপুর-৫ এর জনগণ যদি ন্যায় ও ইনসাফের পক্ষে থাকে , তবে আগামীতে একটি মানবিক, কল্যাণমুখী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা আবুল বাশার হেলালী (ঢাকা), তাফসিরে কোরআনের আলোকে সমাজ সংস্কার, ন্যায়বিচার, নৈতিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মোঃ আখতার হোসেন, বিশিষ্ট সমাজসেবক সাহেদ সরকার, আমেরিকা প্রবাসী মোঃ রুহুল আমিন সরকার প্রমুখ। গাজীপুর নির্বাচনী ৫ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই তাফসির মাহফিলে বিপুল সংখ্যক আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এলাকাজুড়ে ধর্মীয় সচেতনতা ও নৈতিকতার বার্তা উৎসবমূখর পরিবেশ ছড়িয়ে পড়ে।

