logo
ads

পঞ্চগড়ে টানা পাঁচ দিন বইছে মৃদু শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এ.এম
পঞ্চগড়ে টানা পাঁচ দিন বইছে মৃদু শৈত্যপ্রবাহ

হিমালয়ের নিকটতম এলাকায় অবস্থান হওয়ায় পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় টানা পাঁচদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এতে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন পঞ্চগড়ের মানুষ। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল। এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি।

পঞ্চগড়ের আশপাশের জেলায় গত কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছেন। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষগুলো।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং এর আশেপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল। গত পাঁচদিন ধরে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ