logo
ads

৩৬ বছর ধরে বৈষম্য, পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক রিডাররা দাবিতে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পি.এম
৩৬ বছর ধরে বৈষম্য, পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক রিডাররা দাবিতে

নিজস্ব  প্রতিবেদক: ১৯৮৭ সাল থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম চালু করা হয়। তাহারি ধারাবাহিকতায় পল্লী অঞ্চলে গ্রাম গঞ্জের মান উন্নয়নের পল্লী বিদ্যুতের ভূমিকা অপরিসীম। পল্লী অঞ্চলের গ্রামের মানুষের আস্থার এবং নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এরই প্রেক্ষিতে সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম শুরু করা হয়।১৯৮৭ সাল থেকেই মেসেঞ্জার পদটি নিয়মিত ভাবে সাংগঠনিক সেটাপে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ১৯৯৪ সাল পর্যন্ত মেসেঞ্জার পদটি নিয়মিতভাবে নিয়োগ প্রদান করা হতো ১৯৯৬ সাল থেকে হঠাৎ করেই সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মেসেঞ্জার এবং বিলিং সহকারি পদটি চুক্তিভিত্তিকভাবে নিয়োগ শুরু হয়। তৎ পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে স্মারকলি প্রদান এবং বিভিন্ন সময়ে আন্দোলনের মাধ্যমে চাকুরী নিয়মিত করনের দাবি করা হয় ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হতে বিভিন্ন সময় কমিটি গঠন করা হলেও চাকরি নিয়মিত করুন না করে ০৩ বছর থেকে ০৬ বছর ০৬ বছরথেকে ০৯ বছর ০৯ বছরথেকে ১২ বছর পর্যন্ত চুক্তিভিত্তিকভাবে রাখা হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২১-১২-২০১৭ ইং তারিখে সিদ্ধান্ত নং ১৬২৮৭ এর দপ্তর আদেশের মাধ্যমে মিটার রিডার ও মেসেঞ্জার দুটি পদ এক করে মিটার রিডার কাম মেসেঞ্জার নামকরণ করা হয় এবং কাজের পরিধি বাড়িয়ে দিগুন করে দেওয়া হয় এই বিপুল পরিমাণ কাজের বোঝা মাথায় নিয়ে সঠিক সময়ে সঠিকভাবে গ্রাহক সেবা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এতে করে আমরা শারীরিক ও মানসিকভাবে খুবই বিপর্যস্ত।

অথচ একই নিয়োগ পদ্ধতিতে নিয়োগ দেওয়া বিলিং সহকারি লাইন ক্রু লেভেল-১ এবং বিলিং সহকারি কাজ নাই মজুরি নেই এদেরকে নিয়মিত করণ করা হয়েছে। বর্তমান পল্লী বিদ্যুৎ সমিতিতে একমাত্র মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদটি চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত সে কারণে কর্ম ক্ষেত্রে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং পারিবারিক ও সামাজিকভাবে আমরা এর হ্যাঁয় প্রতিপন্ন হচ্ছি। এমনকি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করণ করলেও আমাদের সঙ্গে অবিচার করা হয়েছ ।পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে ধারাবাহিক আন্দোলন হিসেবে গত মে- ২০২৫ তিন মাসে শহীদ মিনারে ১৬দিন অবস্থান কর্মসূচি পালন করা হয় তাহার ই পরিপেক্ষিতে সূত্র নং ১. বিদ্যুৎ বিভাগের স্মারক নং ২৭.০০.০০০০.০০০.০৮৯.০৬.০০০৩.২৫.২৪৪ তারিখ ১৭-০৬-২০২৫ ইং সূত্র নং -২ বিদ্যুৎ বিভাগের স্মারক নং ২৭.০০.০০০০.০০০.০৫৩.৯৯.০০০২.২৫.৩৬৯ তারিখ ০৭- ১২ -২০২৫ ইং উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তে বিদ্যুৎ বিভাগ থেকে উচ্চপদস্থ ০২টি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি কমিটি সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের বিষয় খতিয়ে দেখা এবং অন্যটি সকল চাকুরি চূত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ বহালের জন্য। উক্ত কমিটির প্রতি আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম।

অথচ উক্ত কমিটি মিটার রিডার কাম মেসেঞ্জারে সঙ্গে কোন ধরনের আলাপ-আলোচনা না করে শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে আলোচনা সাপেক্ষে একপাক্ষিক রিপোর্টর প্রেক্ষিতে গত ০৭-১২ ২০২৫ ইংতারিখে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তে কাজ নাই মজুরি নাই লাইন শ্রমিক পদের চাকুরী নিয়মিত করনের জন্য সুপারিশ করা হলেও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের চাকুরী নিয়মিত করনের কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা এই কমিটির উপরে যে আস্তা রেখেছিলাম তার প্রতিফলন ঘটেনি এতে করে আমরা হতাশ এবং মর্মাহত। এমত অবস্থায় গত ১৭-১২ -২০২৫ ইং তারিখে মিটার রিডার কাম মেসেঞ্জার পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় কে কমিটির রিপোর্ট এবং বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তের পুন: বিবেচনার মাধ্যমে মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের চাকরি নিয়মিত করনের আবেদন করা হয়েছে। আমরা আশা করি মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় মানবিক দিক বিবেচনা করে বিষয়টি দ্রুত সমাধান করবেন। এছাড়া বিভিন্ন সমিতি হতে চুক্তিভিত্তিক মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের কে আন্দোলনের কারণ দেখিয়ে চূক্তি বাতিল করে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে এতে করে তারা মানবতার জীবনযাপন করছে। এদেরকে অতি দ্রুত চাকরিতে পুন: বহাল করার জন্য অনুরোধ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ