logo
ads

গাজীপুর-৫ হবে ইনশাআল্লাহ দুর্নীতি ও দখলমুক্ত জনতার সংসদ— খায়রুল হাসান

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পি.এম
গাজীপুর-৫ হবে ইনশাআল্লাহ দুর্নীতি ও দখলমুক্ত জনতার সংসদ— খায়রুল হাসান

গাজীপুর-৫ নির্বাচনী এলাকা এখন আর কোনো দলের দখলে নয়,এটি জনতার এলাকা। দীর্ঘ দেড় যুগের দুঃশাসন, ভোট ডাকাতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ জনরায়ের প্রতীক হয়ে উঠেছে দাঁড়িপাল্লা। এমন প্রত্যয়ের কথা জানিয়ে দাঁড়িপাল্লার প্রার্থী মো. খায়রুল হাসান বলেছেন, গাজীপুর-৫ আসনকে আমি কোনো দলের নয়, জনগণের আসনে পরিণত করতে চাই। ইনশাআল্লাহ এই এলাকা হবে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত একটি আদর্শ সংসদীয় এলাকা।

বৃহস্পতিবার সারাদিন কালীগঞ্জ ও কাপাসিয়া অংশে গণসংযোগ ও পথসভা শেষে নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা বলেন।খায়রুল হাসান আরও বলেন, ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ তাদের হারানো অধিকার ফিরিয়ে নেবে। এই নির্বাচন শুধু এমপি নির্বাচনের নয়,এটি অন্যায়ের বিরুদ্ধে গণরায়ের রেফারেন্ডাম।

তিনি বলেন, আমি ক্ষমতার রাজনীতি করি না, করি সেবার রাজনীতি। গাজীপুর-৫ এর প্রতিটি মানুষ হবে আমার শক্তি। সংসদে গেলে প্রথম কাজ হবে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিশ্চিত করা।

খায়রুল হাসান স্পষ্ট করে বলেন, লুটেরা রাজনীতি আর চলবে না। যারা দিনের ভোট রাতে করেছে, যারা প্রশাসনকে ব্যবহার করে জনগণকে দমিয়েছে,তাদের বিদায়ের সময় এসেছে। দাঁড়িপাল্লা মানেই ন্যায়, সততা ও আল্লাহভীরু নেতৃত্ব।

এদিকে মাঠপর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজীপুর-৫ আসনে ফলাফলের পাল্লা স্পষ্টভাবেই দাঁড়িপাল্লার দিকেই ঝুঁকছে। 

তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খায়রুল হাসানের অবস্থানকে আরও শক্ত করছে।স্থানীয় ভোটারদের ভাষ্য, এবার আমরা মার্কা দেখে নয়, মানুষ দেখে ভোট দেব। খায়রুল হাসান সৎ ও সাহসী প্রার্থী,দাঁড়িপাল্লাই আমাদের পছন্দ।

সব মিলিয়ে গাজীপুর-৫ এ দাঁড়িপাল্লা এখন শুধু একটি প্রতীক নয়—এটি পরিণত হয়েছে গণআকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রতীকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ