logo
ads

অভিনেতা সিদ্দিক ৩ দিনের রিমান্ডে 

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পি.এম
অভিনেতা সিদ্দিক ৩ দিনের রিমান্ডে 

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। 

গুলশানে পারভেজ বেপারী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে সিদ্দিককে আদালতে হাজির করা হয়। এরপর বিকেল ৩টায় শুনানি শুরু হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন আদালতে বলেন, আসামি আওয়ামী লীগের এজেন্ট। তিনি তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ রাস্তায় উপস্থিত ছিলেন। তিনি ও তার সহশিল্পীরা ফ্যাসিস্টদের উৎসাহ দিয়েছেন।

অন্যদিকে, সিদ্দিকের আইনজীবী এস এম শরীফুল ইসলাম বলেন, আমার মক্কেল একজন নাট্যকর্মী। অভিনয় ও রাজনীতি এক জিনিস নয়। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দলে কোনো পদে ছিলেন না।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই গুলশান এলাকায় একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন পারভেজ বেপারী। সেখানে তাকে গুলি করার অভিযোগ ওঠে অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন। এর আগে, চলতি বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্দিককে ‘জাতীয়তাবাদী ছাত্রদলের’ পরিচয়দানকারী একদল লোক আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রথমে রমনা থানায় নিয়ে যাওয়া হলেও পরে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন ৩০ এপ্রিল জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ