logo
ads

বিবেকের রঙধনু 

হাবীব ইমন 

প্রকাশকাল: ৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম
বিবেকের রঙধনু 

ভালোবাসার কথা বললে
তোমার বিবেকের রঙধনু উন্মুক্ত হয়—
সাত রঙের ভেতর তুমি খুঁজে পাও মুক্তি,
আমি খুঁজে পাই নির্বাসন।

তুমি আলোর দিকে হাঁটো,
আমি অন্ধকারের শেকড়ে ডুবে যাই।
তুমি যেখানেই রঙ ছুঁয়ে দাও,
সেখানে আমি রক্ত খুঁজে পাই।

জগতের ভিড়ে থেকেও
আমি হয়ে যাই জগতের বাইরে—
অপাংক্তেয়, অবাঞ্ছিত,
এক অদৃশ্য ব্যথার নাগরিক।

আমার সমস্ত উচ্চারণ
তোমার নাম হয়ে ফিরে আসে,
কিন্তু তোমার নাম
আমার জন্য আর কোনো ভাষা রাখে না।

তবু জানো,
ভালোবাসা একদিন
তোমাকেও নির্বাসিত করবে—
যেদিন আমার নীরবতা
তোমার সমস্ত রঙ গ্রাস করবে।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ