৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পি.এম

গাজীপুরে সাংবাদিক জুনাইদ ইসলাম বাচ্চুর ৩৯তম জন্মদিন উদযাপন

গাজীপুরে সাংবাদিক জুনাইদ ইসলাম বাচ্চুর ৩৯তম জন্মদিন উদযাপন

গাজীপুরে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জুনাইদ ইসলাম বাচ্চুর ৩৯তম জন্মদিন পালিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) হাবিবুল্লাহর স্মরণী রোডের ইকবাল কুটিরে অবস্থিত গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হাইউল উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন রনি সরকার, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জন জাগরণ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আবু সালেক ভূইয়া, সাপ্তাহিক সচিত্র ঘটনার সম্পাদক

কাজি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ কাজল মিয়া, নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং সাংবাদিক জুনাইদ ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।