গাজীপুরে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জুনাইদ ইসলাম বাচ্চুর ৩৯তম জন্মদিন পালিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) হাবিবুল্লাহর স্মরণী রোডের ইকবাল কুটিরে অবস্থিত গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হাইউল উদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন রনি সরকার, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জন জাগরণ পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ আবু সালেক ভূইয়া, সাপ্তাহিক সচিত্র ঘটনার সম্পাদক
কাজি মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ কাজল মিয়া, নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং সাংবাদিক জুনাইদ ইসলাম বাচ্চুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।