১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পি.এম

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর ৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর ৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

রাজধানীর মিরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জানুয়ারি ২০২৬তারিখ রোজ সোমবার মিরপুরে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক - এ বি এম রাজ্জাক, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দুলু, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী সেলিনা হাফিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনসুর রহমান, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খোকা, মিরপুর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ স্বপন, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান হেনা ও ইয়াসিন ভান্ডারী ময়না, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল খান, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাসেল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজসহ আরও অনেক নেতাকর্মী। দোয়া ও মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন মিরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার আহ্বান জানান। এ সময় ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় নেতা ও দুইবারের জনতার কমিশনার "হাজী দেলোয়ার হোসেন দুলু" গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।