গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব খায়রুল হাসানকে বিজয়ী করতে পুবাইলে অবিশ্বাস্য জনউচ্ছ্বাস ও সংগঠিত শক্তির প্রদর্শন। সোমবার সন্ধ্যায় পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পুবাইল বাজারে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালা রূপ নেয় কেন্দ্র কমিটিগুলোর এক মহাসমাবেশে।
এলাকার প্রতিটি কেন্দ্র কমিটির সদস্যদের উপস্থিতিতে দাঁড়িপাল্লার পক্ষে সৃষ্টি হয় প্রবল বিজয়ী ধারা।অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজারুল ইসলাম মোল্লা বলেন, পরিবর্তন এখন সময়ের দাবি,গাজীপুর-৫-এর জনগণ দাঁড়িপাল্লায় আস্থা রেখেছে—এই আস্থাই আমাদের বিজয়ের মূল শক্তি।বিশেষ অতিথি ,ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুরের সভাপতি অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খান, পুবাইল থানার আমির আশরাফ আলী কাজল, ও নায়েবে আমির অ্যাডভোকেট শামিম মৃধা বলেন—দাঁড়িপাল্লার প্রার্থী খায়রুল হাসানই গাজীপুর-৫ এর সুবিচার, উন্নয়ন ও জনঅধিকার রক্ষার একমাত্র ভরসা।
অনুষ্ঠান পরিচালনা করেন ৪১ নম্বর ওয়ার্ডের সভাপতি সবুজ আল মামুন।কর্মশালায় নেতৃবৃন্দ এলাকা ভিত্তিক ভোটুকেন্দ্রভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেন। পুবাইল বাজারজুড়ে দাঁড়িপাল্লার স্লোগান“বদলে যাই, দাঁড়িপাল্লায় চাই”— বিজয়ের স্রোতে ভাসছে গাজীপুর-৫।

