logo
ads

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ভূমিদস্যুদের দখলযজ্ঞ! প্রশাসন নির্বিকার, আতঙ্কে পরিবার

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পি.এম
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ভূমিদস্যুদের দখলযজ্ঞ! প্রশাসন নির্বিকার, আতঙ্কে পরিবার

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার দক্ষিণ সালনায় রাজনৈতিক আশ্রয়ুপ্রশ্রয়ে সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের দখলযজ্ঞে আইন, আদালত ও প্রশাসন যেন অসহায় দর্শকে পরিণত হয়েছে এমন গুরুতর অভিযোগ উঠেছে।  আদালতে মামলা চলমান ও খারিজ স্থগিত থাকার পরও প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের দাপটে সন্ত্রাস, লুটপাট ও প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।  ভুক্তভোগী পরিবারের পক্ষে রওশন আরা বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত বেশকয়েক জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন--মোঃ ইব্রাহিম (৩০), মোঃ ফয়সাল আহম্মেদ সোহাগ (২৮), আঃ মান্নান বিল্পব (৪৫), মোঃ মানিক (৩৫), মোঃ রুহুল (৪২),মোঃ জাহিদুল ইসলাম (৩২) ও  মোঃ নূরুল ইসলাম (৩৮)। অভিযোগ উঠেছে অভিযুক্তরা বিগত ১৭ বছর আ'লীগের হয়ে ঘর-বাড়ি ছাড়া করেছিল। এখন বিএনপির ছত্রছায়ায় একই পদ্ধতি অবলম্বন করে হয়রানি করছে অভিযুক্তরা।

ভুক্তভোগী রওশন আরা (৪২) অভিযোগ করে জানান, দক্ষিণ সালনা মৌজার এসএ ও আরএস খতিয়ানভুক্ত নিজের বৈধ জমি দখলের উদ্দেশ্যে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও সন্ত্রাস চালিয়ে আসছে। একাধিক মামলার আসামি হয়েও তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।অন্য দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নিয়েছে প্রায় ১ বিঘা জমি। 

অভিযোগনারীর স্বামী সাবেক বিএনপি নেতা জসিম উদ্দিন কান্নাভেজা চোখে বলেন ফ্যাসিবাদের দোসর গত ১৭ বছর আমাকে জেল খাটানো থেকে শুরু করে এমন কোন অত্যাচার নাই যেটা করেনি। আমার পরিবারটিকে তছনছ করে দিয়েছে।এখন আবার বিএনপির ছত্রছায়ায় একই পদ্ধতিতে আমাকে ও আমার পরিবারকে সন্ত্রাসী  কায়দায় দৌড়ের ওপর রেখেছে। 

অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর দুপুরে ওই চক্রটি পুনরায় সংঘবদ্ধ হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে সীমানা দখলের চেষ্টা চালায়।কিছু জমিতে জোরপূর্বক কাঁটাতারের বেড়া দিয়ে দখল করতে গেলে  বাধা দিলে পরিবারকে খুন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করার হুমকি দেওয়া হয়। সবচেয়ে ভয়াবহ অভিযোগ—থানায় অভিযোগ করলে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে “দেখে নেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা একটি প্রভাবশালী রাজনৈতিক বলয়ের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয়ই তাদের প্রধান ঢাল—যার কারণে পুলিশ ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে ও সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর কর্তৃক খারিজ না দেওয়ার নির্দেশ বহাল আছে। এরপরও ভূমিদস্যুরা আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে দখলচেষ্টা চালিয়ে যাওয়ায় প্রশাসনিক নিরবতা ও রাজনৈতিক প্রশ্রয়ের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।অন্যদিকে তারা নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক নামজারি করে জমির দখল নিতে আসে।

এলাকাবাসী আশঙ্কা করছেন, এভাবে রাজনৈতিক আশ্রয়ে ভূমিদস্যুদের লাগামহীন তাণ্ডব চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানি ঘটতে পারে। সাধারণ মানুষের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, রাজনৈতিক প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা এবং জমি দখলের সব ধরনের অপচেষ্টা বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

গাজীপুর সদর মেট্রো থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নাদিমুল ইসলাম জানান,আমি দেখেছি বাড়িতে কে বা কাহারা তালা ঝুলিয়েছে।আর কাঁটাতারের বেড়া কে দিয়েছে জানিনা। আর জমি-জমার ব্যাপার দেখবে আদালত। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ