logo
ads

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এ.এম
ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

গত শনিবার শুরু হয় আপিল শুনানি। এ দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়। শুনানিতে ৫১ জন মনোনয়ন ফিরে পান এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ১টি। এ ছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এরপর রবিবার আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন ৭০ জনের আপিল শুনানি করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। এ দিন নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ