logo
ads

পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে দু”ইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল কাল শুরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পি.এম
পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে  দু”ইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল কাল শুরু

গাজীপুর মহানগরীর পূবাইল বাজার বেপারী পাড়া জামে মসজিদের উদ্যোগে  দুই দিনব্যাপী ২২তম তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা কাল শুরু হতে যাচ্ছে। শুক্র ও শনিবার (১৬,১৭ জানুয়ারি) নগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন বাদ আছর থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথম দিনের শুক্রবার (১৬ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনতার দলের মহাসচিব ও গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আজম খান,  বিশেষ অতিথি হিসাবে থাকবেন শেখ ইকবাল হোসেন আশিক,সাহেদ সরকার,ইঞ্জিনিয়ার মো. মামুন মিয়া ও মো. জহির উদ্দিন মোল্লা।
 
প্রথম দিনের প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন মুফতি শাহ ওয়ালিউল্লাহ সিদ্দিকী (নওগাঁ)। এছাড়াও তাফসীর ও আলোচনা করবেন মুফতি আব্দুল্লাহ মুহাম্মদ আবুল হোসাইন (ঢাকা), মুফতি মাসউদুর রহমান গাজীপুরী, মাওলানা শামীম হোসাইন নূরী ও মাওলানা মুফতি আনিছুর রহমান।
 সভাপতিত্ব করবেন মো. আইউব আলী ফাহিম। শনিবার (১৭ জানুয়ারি) দ্বিতীয় দিন স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর -৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, মো. খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. আশরাফ আলী কাজল, মো. সবুজ আল মামুন, মো. মোস্তাফিজুর রহমান মিনার ও মো. খলিলুর রহমান। ডা. করিম মিয়ার সঞ্চালনায় দ্বিতীয় দিনে সভাপতিত্ব করবেন এডভোকেট শামীম মৃধা ।  মিডিয়া পার্টনার হিসাবে আছেন গাজীপুর সিটি ও পূবাইল প্রেসক্লাব।
 
আয়োজক কমিটির পক্ষ থেকে  প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি পূবাইল প্রেসক্লাব সভাপতি পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মো. আখতার হোসেন জানান,  কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, ইসলামী সংস্কৃতি চর্চা জোরদার করা ও সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই এই মাহফিলের মূল লক্ষ্য। ২২তম তাফসীর মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন তিনি।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ