logo
ads

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের কমিটি ঘোষণা :আহ্বায়ক আমিন রসুল ছোট্রন, সদস্য সচিব তারেক জিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এ.এম
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের কমিটি ঘোষণা :আহ্বায়ক আমিন রসুল ছোট্রন, সদস্য সচিব তারেক জিয়া

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি : সন্দ্বীপের  আলোচিত সামাজিক সংগঠন সন্দ্বীপ অধিকার আন্দোলন এর নতুন সহযোগী সংগঠন ‘সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন’ তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিন রসুল ছোট্রন(আমেরিকা) , আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক জিয়া(কাতার)। এতে মোট ২৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

সন্দ্বীপে প্রবাসীদের জন্য একটি "হেল্পডেস্ক" চালুর লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা।  মূল সংগঠন সন্দ্বীপ অধিকার আন্দোলন এর সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সন্দ্বীপের প্রবাসীরা নানান সমস্যায় ভোগলেও তাদের পক্ষ থেকে একক কোনো অধিকারভিত্তিক প্ল্যাটফর্ম ছিল না। প্রবাসীদের সেই দাবি ও অধিকার নিয়ে একযোগে কাজ করার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা।

সংগঠনটির নবগঠিত কমিটির আহ্বায়ক আমিন রসুল ছোট্রন সামাজিক  বলেন, “সন্দ্বীপের লাখো প্রবাসীর কণ্ঠস্বরকে এক জায়গায় আনা—এটাই আমাদের লক্ষ্য। যারা পরিবার, সমাজ ও দেশের জন্য জীবনভর পরিশ্রম করেন, সেই প্রবাসীরা ন্যায্য সম্মান ও অধিকার পাবেন—এটাই আমাদের অঙ্গীকার।”সদস্য সচিব তারেক জিয়া বলেন, “এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়। সব প্রবাসীই এই আন্দোলনের অংশ।

বিদেশে যারা সমস্যায় পড়েন, তাদের পাশে দাঁড়ানো হবে।” ফেসবুকে সংগঠনটির প্রচার ও সদস্য সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যেই তরুণ প্রবাসী ও প্রবাস পরিবারের মধ্যে সাড়া ফেলেছে।  সন্দ্বীপের স্থানীয়রা মনে করছেন, যদি এই সংগঠন কার্যকরভাবে কাজ করতে পারে, তবে বিদেশে অবস্থানরত সন্দ্বীপের মানুষ আইনি সহায়তা, জরুরি যোগাযোগ ও দূতাবাসের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে আরও শক্তিশালী প্ল্যাটফর্ম পেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ