logo
ads

রূপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম
রূপগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম হৃদয়ের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী, যুবক-ছাত্র এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় এতিম মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন খতম করেন, এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণার প্রতীক। তাঁর অসুস্থতায় দেশের সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে তিনি নিগৃহীত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া সবসময় অটল ছিলেন। তিনি সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা। তাঁকে সুস্থ দেখতে চায় দেশের কোটি মানুষ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—রূপগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মাহফিল শেষে অসহায়দের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ