logo
ads

শিক্ষা ভবনের সামনের সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম
শিক্ষা ভবনের সামনের সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর বড় সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে-বিপক্ষে আন্দোলন থামছে না । এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সোমবারও রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী।

গতকালও তারা এখানে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছুসংখ্যক শিক্ষার্থী গত রাতেও এখানে অবস্থান করেন। বেলা ২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবিতে ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি কর অধ্যাদেশ’-সহ নানা স্লোগান দিচ্ছেন। এই কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা আবদুর রহমান বলেন, তাদের দাবি একটাই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। না হয় তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ