অস্ট্রেলিয়ার অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লা ট্রব ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বাংলাদেশি কন্যা সায়মা নওরিন সম্মানজনক গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। সায়মা নওরিন বাংলাদেশের পর্যটন শিল্পে শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপের মহাব্যবস্থাপক ও পিআর মিডিয়া বিভাগের প্রধান এস এম হোসেন বাবলার ছোটো কন্যা। তার এই অর্জনে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও দেশের শিক্ষা অঙ্গণে ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।
সায়মা নওরিন অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত লা ট্রব ইউনিভার্সিটি থেকে ‘ব্যাচেলর অব কম্পিউটার সাইন্স (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)’ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সায়মা নওরিন তার একাডেমিক জীবনে ধারাবাহিকভাবে উচ্চ ফলাফল, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি পড়াশোনার বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও কমিউনিটি ইনভলভমেন্টে সক্রিয় ভূমিকা রাখায় তাকে এই গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। লা ট্রব ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি লা ট্রব ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য, অধ্যবসায় ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা লাভ করেন। সায়মা নওরিনের এই কৃতিত্বে তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এই সাফল্য উদযাপিত হয়। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, সায়মা নওরিন একজন মেধাবী ও দায়িত্বশীল শিক্ষার্থী। তার একাডেমিক উৎকর্ষতা ও নেতৃত্বগুণ লা ট্রব ইউনিভার্সিটির শিক্ষার মানকে ইতিবাচকভাবে প্রতিনিধিত্ব করে। পুরস্কার গ্রহণের অনুভূতি প্রকাশ করে সায়মা নওরিন বলেন, এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের।
পরিবার, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেশাগত জীবনে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়ে ভূমিকা রাখতে চান। সায়মা নওরিনের এই সাফল্যে প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির নেতারা মনে করেন, তার এই অর্জন প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, বিশ্বমানের শিক্ষা ও গবেষণার জন্য লা ট্রব ইউনিভার্সিটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত। সায়মা নওরিনের এই অর্জন তার ভবিষ্যৎ পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার এই সাফল্যে পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

