logo
ads

বুদ্ধিবৃত্তিক শক্তিকে নিশ্চিহ্ন করতেই স্বাধীনতার প্রাক্কালে হত্যাযজ্ঞ—ভিসি ড. মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পি.এম
বুদ্ধিবৃত্তিক শক্তিকে নিশ্চিহ্ন করতেই স্বাধীনতার প্রাক্কালে হত্যাযজ্ঞ—ভিসি ড. মোস্তাফিজুর রহমান

স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।  তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্র। এ হত্যাযজ্ঞের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল।

রোববার সকালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ড. মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসের এক ভয়াবহ দিন। স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন বিজয় নিশ্চিত, ঠিক তখনই পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান শিক্ষক, গবেষক, চিকিৎসক, সাংবাদিক ও চিন্তাবিদদের হত্যা করা হয়। এর উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া।

তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তার পেছনে রয়েছে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও আদর্শ। তাঁদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং সত্য ইতিহাস জানতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ অধ্যাপকরা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা শুধু একটি দিনের জন্য নয়, চিরদিনের প্রেরণা। তাদের চিন্তা, গবেষণা ও দেশপ্রেম আজও জাতিকে আলোকিত করে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ