ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের দলের বনিবনায় বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর ১০ দলীয় সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার পরই চাওয়া-পাওয়ার হিসাব মেলানো নিয়ে দোটানায় পড়ে ইসলামী আন্দোলন। এ অবস্থায় দলটির শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্য ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করা হয়। চাহিদামতো আসন না পেলে সমঝোতায় না থাকারও হুঁশিয়ারি দেন তারা।
এতে তৃণমূল পর্যায় পর্যন্ত জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মাঝে বেশ আস্থাহীনতা দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

