একটি দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি হলো মফস্বল। তাই দৈনিক বর্তমান বাংলা মফস্বল জনপদের সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পত্রিকার পরিসর বিন্যস্ত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—মফস্বলের সত্য, নির্ভরযোগ্য ও গভীর সংবাদই জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং জনআস্থা গড়ে তোলে।
এই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রতিটি অঞ্চলের সংবাদ নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে দৈনিক বর্তমান বাংলা খুঁজছে উদ্যমী, সৎ ও পরিশ্রমী সংবাদকর্মী।
নিয়োগের জন্য পদসমূহ:
- ব্যুরো প্রধান
- জেলা প্রতিনিধি
- উপজেলা প্রতিনিধি
- ক্যাম্পাস প্রতিনিধি
- সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা (পার্টটাইম)
সুবিধাসমূহ:
- আকর্ষণীয় বেতন কাঠামো (যাতায়াত/যোগাযোগ ভাতা ইত্যাদি)
- প্রত্যেক প্রতিনিধির জীবন বিমা (সংবাদ সংগ্রহে দুর্ঘটনা ঝুঁকি) সুবিধা
- অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা।
যোগ্যতা:
- লেখালেখি ও সংবাদ সংগ্রহে আগ্রহী হতে হবে
- ভিডিও ধারণ ও ছবিতোলায় দক্ষ হতে হবে
- স্থানীয় ও জাতীয় ইস্যু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে
- সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল হতে হবে
- ইভেন্ট আয়োজন ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে
- মার্জিত ভাষায় দক্ষ হতে হবে
আবেদন প্রক্রিয়া:
ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পাশাপাশি পিডিএফ বায়োডাটায় যুক্ত করতে হবে—
- আবেদনকৃত পদের নাম
- কর্মস্থলের নাম
- পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে)
- জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি)
- স্বাক্ষর (স্ক্যান কপি)
** শুধুমাত্র সংবাদ উপস্থাপক/উপস্থাপিকাদের ক্ষেত্রে: 3R সাইজে তিনটি ছবি (তিন ভিন্ন এঙ্গেল থেকে) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২৫
** বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: bortamanbangla.com/ads
** আবেদন করতে ক্লিক করুন: bortamanbangla.com/career

