বাংলাদেশ নৌবাহিনী নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৩০ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নাবিক পদে ২৮০ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া রেগুলেটিং, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, মেডিকেল, কুক, স্টুয়ার্ড, টোপাস এবং এমওডিসি (নৌ) পদের জন্য যথাক্রমে নারী-পুরুষকে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা ও বয়সসীমা নির্ধারিত রয়েছে।
প্রার্থীদের অবশ্যই সাঁতার জানা থাকতে হবে এবং তারা অবিবাহিত হতে হবে। চাকরিতে নিয়োগ প্রার্থীদের ইতিমধ্যেই চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। বেতন ও ভাতা সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন করতে হলে প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ বাকি মাত্র ২ দিন।

