logo
ads

ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ২, ভেনেজুয়েলার ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৭ এ.এম
ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ২, ভেনেজুয়েলার ক্ষোভ

সংগৃহীত ছবি

ক্যারিবিয়ান সাগরে এক সন্দেহভাজন মাদকবাহী সাবমেরিন সদৃশ নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত দুইজন নিহত এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিদের বর্তমানে একটি মার্কিন যুদ্ধজাহাজে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের একাধিক সূত্র।

সূত্র মতে, এই ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত “নেশাতন্ত্রবিরোধী যুদ্ধের (War against Narcoterrorism)” অংশ হিসেবে সংঘটিত হয়েছে, যার লক্ষ্য ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী জলযানগুলোকে ধ্বংস করা। উদ্ধার হওয়া দুইজনকে সম্ভাব্য যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল ছিল ক্যারিবিয়ান সাগরের গভীর সমুদ্র অঞ্চলে, ভেনেজুয়েলা উপকূলের নিকটে। যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র জানায়, লক্ষ্যবস্তু ছিল একটি “সেমি-সাবমার্সিবল” বা আংশিক নিমজ্জিত নৌযান, যা সাধারণত মাদক কারবারিরা ব্যবহার করে মাদক পরিবহনের জন্য।

হামলার পর মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে উদ্ধার অভিযান চালানো হয়। পাঁচটি ভিন্ন সূত্রের বরাতে রয়টার্স জানায়, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তবে দুইজনকে জীবিত অবস্থায় তুলে আনা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “এটি ছিল একটি বিশাল মাদকবাহী সাবমেরিন, যার মাধ্যমে বিপুল পরিমাণ কোকেন পরিবহন করা হচ্ছিল। আমরা মাদক সন্ত্রাসের মূল উৎপাটন করতে চাই।”

তবে তিনি নিহত বা আহতের সংখ্যা প্রকাশ করেননি। ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে (Non-International Armed Conflict)” জড়িত, যার আইনি অনুমোদন ইতোমধ্যেই কংগ্রেসে পাঠানো হয়েছে।

সংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক চিঠিতে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তিনি জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডকে “অবৈধ সামরিক আগ্রাসন” হিসেবে ঘোষণা দিতে।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে যে, মাদকবিরোধী যুদ্ধের নামে এসব সামরিক হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।

ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষক জেসন হ্যামিলটন বলেন, “যদি মার্কিন বাহিনী বেসামরিক মাদক পরিবহনকারীদের যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করে, তবে এটি জেনেভা কনভেনশনের পরিপন্থী হতে পারে।”

সূত্র: রয়টার্স, মার্কিন প্রতিরক্ষা বিভাগের ব্রিফিং, ওয়াশিংটন পোস্ট আর্কাইভ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ