logo
ads

গুজরাটি হেরিটেজ লুকে অনন্যা পান্ডে: আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ১২:১৩ পি.এম
গুজরাটি হেরিটেজ লুকে অনন্যা পান্ডে: আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন

অনন্যা পান্ডে

 ৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এর রেড কার্পেটে ঝলমলে তারকাদের ভিড়ে অনন্যা পান্ডের লুক ছিল একেবারেই আলাদা। চেনা স্টাইলের বাইরে গিয়ে তিনি বেছে নিয়েছেন এমন এক সাজ, যা একই সঙ্গে আধুনিক ফ্যাশন ও গুজরাটের ঐতিহ্যকে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছে।

ভারতীয় ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা অনন্যাকে সাজিয়েছেন ফিউশন স্টাইলে বাঁধনী সিল্ক শাড়ি এবং পাটোলা-অনুপ্রাণিত করসেট ব্লাউজে। শাড়ির কালো-লাল জ্যামিতিক বিন্দুতে ফুটে উঠেছে গুজরাটের ঐতিহ্যবাহী টাই-ডাই শিল্পকলার নান্দনিকতা। স্ট্র্যাপলেস করসেটের প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন ও রঙিন বিউগল বিডসের সাজে অনন্যার লুকে ভাইব্রেন্ট আমেজ যোগ হয়েছে।

নিজের পরিচিত সাবলীল স্টাইল বজায় রেখে অনন্যা মিনিমাল অলংকার বেছে নিয়েছেন। কানে পাটোলা-অনুপ্রাণিত স্টেটমেন্ট দুল এবং হাতে স্টেটমেন্ট আংটি পরেছেন, যা পুরো লুকে সম্পূর্ণতা দিয়েছে। মেকআপে কাজল, হালকা ব্লাশ অন এবং গ্লসি ন্যুড লিপকালার তাকে আরও নজরকাড়া করেছে। পরিপাটি হেয়ার বান সম্পূর্ণ করেছে তার নিখুঁত রেড কার্পেট লুক।

অনন্যার এই লুকের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ভারতের বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট অমি প্যাটেলের।

ছবি: অনন্যা পান্ডের ইনস্টাগ্রাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ