logo
ads

পপ-আর্ট শাড়িতে মনামীর রঙিন ঝলক

কলকাতা প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এ.এম
পপ-আর্ট শাড়িতে মনামীর রঙিন ঝলক

ছবি: মনামীর ইন্সটাগ্রাম

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তাঁর নতুন ফ্যাশন লুক নিয়ে। এবার তিনি হাজির হয়েছেন একদম অন্যরকম এক শাড়ির আবহে—পপ-আর্ট প্রিন্টের সিল্ক শাড়ি, যা ইতিমধ্যেই ফ্যাশন অনুরাগীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শাড়িটির বেস রং সাদা হলেও এর ওপর ছড়িয়ে আছে উজ্জ্বল কমলা, লাল, হলুদ ও সবুজের নকশা—যেন রঙে রঙে ভরা এক শিল্পকর্ম। মনামীর এই লুকটিকে অনেকে তুলনা করেছেন আধুনিক পপ-আর্ট পেইন্টিংয়ের সঙ্গে, যেখানে ফ্যাশন ও আর্ট একসূত্রে মিশে গেছে।

এই রঙিন শাড়ির সঙ্গে তিনি পরেছেন বোল্ড অরেঞ্জ স্লিভলেস ব্লাউজ, যার ডিপ নেকলাইন পুরো লুকটিকে দিয়েছে এক আধুনিক ও আত্মবিশ্বাসী ছোঁয়া। স্টাইল বিশ্লেষক রিমঝিম মুখার্জি বলেন, “মনামী ঘোষ সবসময় নিজের ফ্যাশনে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তাঁর এই পপ-আর্ট শাড়ি তার প্রমাণ—এটি একদিকে ঐতিহ্যবাহী, আবার অন্যদিকে সম্পূর্ণ আধুনিক।”

লুকের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ হলো নিয়ন সবুজ মিউজিক্যাল নোট আকৃতির দুল, যা পুরো সাজে এনেছে এক খেলাচ্ছলে স্পর্শ। অন্যদিকে, ভারী অলংকারের বদলে হাতে ছিল শুধু একটিমাত্র মিনিমাল ডিজাইনের আংটি—যাতে ফোকাস থেকে গেছে শাড়িতেই।

লুকে অতিরিক্ত শৌর্য মনামী লুকটি সম্পূর্ণ করেছেন স্কয়ার-শেপ কালো সানগ্লাস, অরেঞ্জ টোনের লিপস্টিক, সফট ব্লাশ এবং ন্যাচারাল হেয়ারস্টাইলে। সব মিলিয়ে তাঁর এই ফ্যাশন উপস্থিতিকে ভক্তরা বলছেন, “শিল্প আর স্টাইলের নিখুঁত মেলবন্ধন।”

মনামীর ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের পর থেকেই তা ভাইরাল। মাত্র কয়েক ঘণ্টায় লাইক ও কমেন্ট ছুঁয়েছে কয়েক লক্ষের ঘর। ভক্তদের কেউ লিখেছেন—

“আপনি শুধু অভিনেত্রী নন, আপনি এক ফ্যাশন আইকন!”
আবার কেউ বলেছেন—
“মনামী মানেই রঙ, উজ্জ্বলতা আর আত্মবিশ্বাস।”

দীর্ঘদিনের অভিনয় জীবনে টেলিভিশন, নাচ এবং ওয়েব সিরিজে নিজের জায়গা পোক্ত করেছেন মনামী। এখন তিনি শুধু অভিনেত্রী নন, একজন পূর্ণাঙ্গ লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার, যার ফ্যাশন সেন্স ও ভিজুয়াল প্রেজেন্টেশন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ