প্রিয়াঙ্কা চোপড়া যেন যেখানে যান, সেখানেই আলো ছড়িয়ে দেন। দীপাবলির উৎসবও তার ব্যতিক্রম নয়। লন্ডনে আয়োজিত এক বিশেষ দীপাবলি বল পার্টিতে হাজির হয়ে আবারও নজর কাড়লেন তিনি। এবারের আয়োজনে প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন ঝলমলে লাল রঙের গাউন, যা যেন এক কথায় গ্ল্যামার ও ঐতিহ্যের মেলবন্ধন।
রাহুল মিশ্রার নকশায় তৈরি এই ওয়ান-শোল্ডার লাল গাউনটির করসেট-স্টাইল বডিস ঝলমল করছে সূক্ষ্ম পুঁতি আর সিকুইন কাজের সমন্বয়ে। গাউনের লম্বা ট্রেন ও ঢেউখেলানো ড্রেপ তৈরি করেছে এক রাজকীয় আবহ। এর সঙ্গে মানানসই লাল হাই হিল, ডায়মন্ড ড্রপ দুল ও ব্রেসলেট যোগ করেছে বাড়তি গ্ল্যামার।
প্রিয়াঙ্কার মেকআপও ছিল দৃষ্টিনন্দন—শিমারি আইশ্যাডো, ঘন মাশকারা, নিখুঁত উইংড আইলাইনার, উজ্জ্বল লাল লিপস্টিক ও স্লিক বান হেয়ারস্টাইল, যা তার লুককে করেছে একেবারে নিখুঁত।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার এই দীপাবলি লুক। অনেকে মন্তব্য করেছেন, “দেশি গার্ল আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউড থেকে হলিউড—দুই জগতেরই ফ্যাশন আইকন।”
ভারতীয় ঐতিহ্য ভুলে না গিয়ে বিদেশের মাটিতেও দীপাবলি উৎসব উদ্যাপনের মাধ্যমে প্রিয়াঙ্কা যেন নতুন প্রজন্মের কাছে এক প্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

