logo
ads

মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পি.এম
মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

জেমস, ফাইল ছবি

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী জেমস ও তাঁর দল নগর বাউল-এর বহুল প্রতীক্ষিত কনসার্ট স্থগিত করা হয়েছে মেহেরপুরে। আগামী ১০ অক্টোবর জেলা স্টেডিয়ামে কনসার্ট হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় আয়োজন বন্ধ করে দিয়েছে আয়োজক সূর্য ক্লাব।

আয়োজক সূত্র জানায়, কনসার্টের অনুমতির জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তবে ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কোর কমিটি অনুমতি না দিয়ে জানায়, অনুষ্ঠান চলাকালে ব্যাপক জনসমাগম হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।  তাই আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে।

সূর্য ক্লাবের সভাপতি নাহিদ মাহমুদ বলেন, “১০ অক্টোবরের কনসার্টকে ঘিরে শুধু মেহেরপুর নয়, আশপাশের জেলা থেকেও দর্শকদের আসার কথা ছিল। কিন্তু কোলাহল ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে প্রশাসন অনুমতি দেয়নি। ফলে আমরা অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছি।”

কনসার্টের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল। অনুমতি না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, “এই আয়োজন যুবসমাজকে আনন্দ দিত। প্রশাসন চাইলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে করতে পারত।”

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “কোর কমিটির সিদ্ধান্তে কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। ব্যাপক জনসমাগমে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে— এই আশঙ্কায় অনুমতি দেওয়া সম্ভব হয়নি।”

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি স্থায়ীভাবে বাতিল করা হয়নি। ভবিষ্যতে অনুকূল পরিস্থিতি ও প্রশাসনের অনুমতি পেলে নতুন তারিখে আয়োজনের চেষ্টা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ