ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে। স্থানীয় গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গত মাসে সিঙ্গাপুরের একটি দ্বীপ উপকূলে সাঁতার কাটার সময় তিনি মারা যান।
প্রথমদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যু স্কুবা ডাইভিং করার সময় হয়েছে বলে জানানো হলেও পরে সিঙ্গাপুর পুলিশ তা সংশোধন করে সাঁতারের সময় ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
পুলিশি তদন্ত ও ময়নাতদন্ত
সিঙ্গাপুর পুলিশ (SPF) জানিয়েছে, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পাওয়া যায়নি। তার মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাথমিক তদন্তের ফলাফল ভারতের হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনে এ ঘটনায় একটি করনার্স ইনকোয়ারি (coroner’s inquiry) অনুষ্ঠিত হতে পারে, যাতে দুর্ঘটনার আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলো বিস্তারিতভাবে উঠে আসবে।
সংগীতজীবন ও জনপ্রিয়তা
জুবিন গার্গ (৫২) ভারতের আসাম থেকে উঠে আসা একজন বহুমুখী সংগীতশিল্পী ছিলেন। তিনি গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও অভিনেতা হিসেবে সমান জনপ্রিয় ছিলেন। হিন্দি, বাংলা ও আসামি ভাষার অসংখ্য জনপ্রিয় গান গেয়ে দক্ষিণ এশিয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান।
শোকের ছায়া
তার আকস্মিক মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক অঙ্গনে শোক নেমে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করে বলেছেন, “জুবিন শুধু আসামের নয়, সমগ্র ভারতের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।” সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়।

