বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ৬০ কোটি রুপি প্রতারণা মামলায় জড়িয়ে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জারি করা লুক আউট সার্কুলার (LOC) স্থগিত করারও আবেদন করেন তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম আংখাদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের শুনানি হয়। আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদানের নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগ
ব্যবসায়ী দীপক কোঠারি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা ও রাজ মিলে তাকে প্রায় ৬০ কোটি রুপি বিনিয়োগে প্রলুব্ধ করেন। এই অর্থ তাদের প্রতিষ্ঠিত বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করা হলেও পরে তা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়। বর্তমানে কোম্পানিটি বন্ধ হয়ে গেছে।
প্রতিরক্ষা পক্ষের অবস্থান
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা জানান, তারা নির্দোষ এবং মামলাটি তাদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। বিদেশ ভ্রমণ তাদের পেশাগত কারণে অত্যন্ত জরুরি বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
পরবর্তী কার্যক্রম
আদালত এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলোকে এ বিষয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

