logo
ads

মহা নবমীতে অজয়–কাজলের হাত ধরে ‘ডেভগণ সিনেক্স’-এর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পি.এম
মহা নবমীতে অজয়–কাজলের হাত ধরে ‘ডেভগণ সিনেক্স’-এর যাত্রা শুরু

বলিউড সুপারস্টার অজয় দেবগণ ও অভিনেত্রী কাজল দুর্গাপূজার মহা নবমীর শুভক্ষণে মুম্বাইয়ের জুহুর এসএনডিটি উইমেন্স কলেজ মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে উদ্বোধন করলেন তাঁদের নতুন প্রজন্মের সিনেমা ব্র্যান্ড ‘ডেভগণ সিনেক্স’।

এটি মূলত অজয়ের পূর্বতন প্রতিষ্ঠান ‘এনওয়াই সিনেমাস’-এর পুনঃব্র্যান্ডিং, যেখানে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বিশ^ সমুদ্র গ্রুপ (Vishwa Samudra Group)। নতুন নামে যাত্রা শুরু করা এই ব্র্যান্ড দেশের সিনেমা হল সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করার ঘোষণা দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অজয় দেবগণ বলেন, “দুর্গাপূজা ঐতিহ্য, মিলন ও আনন্দের উৎসব। অনেকটা সিনেমার মতোই, যা মানুষকে গল্পের মাধ্যমে একত্রিত করে। তাই আজকের দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘ডেভগণ সিনেক্স’-এর মাধ্যমে আমরা চাই দর্শক যেন সিনেমার প্রতিটি আবেগ ও মুহূর্ত আরও নিবিড়ভাবে অনুভব করতে পারেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলসহ বিশিষ্ট অতিথিরা। বিশ^ সমুদ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিবদত্ত দাস বলেন, “ডেভগণ সিনেক্স কেবল নতুন নাম নয়, এটি একটি স্বপ্ন—সিনেমা হলগুলোকে আরও আধুনিক, আরামদায়ক ও সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তোলা।”

এ সময় প্রতিষ্ঠানটির সিইও সত্যিশ কোট্টাকোটা জানান, আগামী দিনগুলোতে মেট্রো শহর ও টায়ার–ওয়ান নগরীগুলোতে নতুন নতুন পর্দা সংযোজনের পরিকল্পনা রয়েছে, বিশেষত দক্ষিণ ভারতে যেখানে সিনেমার জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

উদ্বোধনী আয়োজনে আলো, সঙ্গীত ও পূজার সাংস্কৃতিক আবহ মিলিয়ে জমকালো এক পরিবেশ সৃষ্টি হয়। ১৯৪৮ সাল থেকে মুম্বাইয়ের সৃজনশীল মহলের মিলনস্থল হিসেবে পরিচিত নর্থ বম্বে দুর্গাপূজা প্রাঙ্গণ এবার সাক্ষী হলো বলিউডের এক নতুন অধ্যায়ের সূচনার।

ডেভগণ সিনেক্স-এর মূল লক্ষ্য:

আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার

ওয়েব ও অ্যাপভিত্তিক টিকিটিং, রিওয়ার্ডস প্রোগ্রাম চালু

প্রিমিয়াম সিনেমা ফরম্যাটে দর্শকদের জন্য সমৃদ্ধ অভিজ্ঞতা

আগামীতে সারা দেশে বিশেষ করে দক্ষিণ ভারতে প্রসার

অজয় দেবগণের নতুন ব্র্যান্ড ডেভগণ সিনেক্স প্রতিশ্রুতি দিয়েছে— “সিনেমা, নতুনভাবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ