logo
ads

বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে সহকর্মীরা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ পি.এম
বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে সহকর্মীরা

দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তবে এ ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মীরা, ভক্ত-অনুসারীরাও জানিয়েছেন সমর্থন।

গতকাল বৃহস্পতিবার বিজয়া উপলক্ষে ফেসবুকে দুর্গাপ্রতিমার সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ইয়াশ রোহান শুভেচ্ছা জানান। তবে ছবিটি প্রকাশের পরপরই কিছু ফেসবুক ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করেন। অনেকে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যও করেন।

এমন পরিস্থিতিতে ইয়াশ রোহানের সহকর্মীরা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, বা ভুয়া প্রোফাইল দিয়ে আক্রমণ করা সাহসিকতা নয়, বরং আপনার নীচ মানসিকতার বহিঃপ্রকাশ।’

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। তাঁর ধর্ম বা জন্মপরিচয় নয়, বরং শৈল্পিক গুণাবলি দিয়েই তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। ধর্ম যার যার, দেশ সবার।’

এ ছাড়া অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নির্মাতা শিহাব শাহীনসহ বিনোদন জগতের অনেকে ইয়াশ রোহানকে শুভেচ্ছা জানিয়ে সমর্থন প্রকাশ করেন।

শুধু সহকর্মীই নয়, ভক্তরাও ইয়াশের পাশে দাঁড়িয়েছেন। এক অনুসারী মন্তব্য করেন, ‘মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম ও মানবিকতা দিয়ে বিচার করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘এসব মন্তব্যে কিছু মনে করবেন না ভাই, আপনার কাজ দিয়েই আপনাকে মানুষ মূল্যায়ন করবে।’

আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত ইয়াশ রোহানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৭৭ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী, মন্তব্য পড়েছে ১৬ হাজারের বেশি, আর পোস্টটি শেয়ার হয়েছে ২ হাজার ৭০০ বারের বেশি।

উল্লেখ্য, ইয়াশ রোহান জনপ্রিয় অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে। তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ