logo
ads

‘সানি সংসকারি কি তুলসি কুমারী’: তিন দিনে আয় ছাড়াল ২২ কোটি টাকা নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৫ অক্টোবর ২০২৫, ১২:২৫ পি.এম
‘সানি সংসকারি কি তুলসি কুমারী’: তিন দিনে আয় ছাড়াল ২২ কোটি টাকা  নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

বলিউডে নতুন মুক্তিপ্রাপ্ত রোমান্টিক-কমেডি ‘সানি সংসকারি কি তুলসি কুমারী’ প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি ২ অক্টোবর মুক্তির পর প্রথম তিন দিনেই মোট আয় করেছে প্রায় ২২ কোটি টাকা।

প্রথম তিন দিনের আয়

প্রথম দিন (২ অক্টোবর): ৯.২৫ কোটি টাকা

দ্বিতীয় দিন: ৫.৫ কোটি টাকা

তৃতীয় দিন: ৭.২৫ কোটি টাকা

মোট (৩ দিনে): ২২ কোটি টাকা

শনিবারের শো-তে হিন্দি সংস্করণে গড় ২২.৭২% দর্শক উপস্থিতি ছিল। সকালে ১১.৯৯%, দুপুরে ২৭.২০% এবং সন্ধ্যায় ২৮.৯৬% আসন ভরেছে।

প্রতিযোগিতা ও তুলনামূলক বিশ্লেষণ

ছবিটি মুক্তির পরপরই মুখোমুখি হয়েছে কন্নড় তারকা ঋষভ শেট্টির ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রবল প্রতিযোগিতার, যা ইতিমধ্যেই ১৫৫ কোটি টাকার বেশি আয় করেছে। তবুও বরুণ–জাহ্নবীর ছবি নিজেদের বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে।

এছাড়া ছবিটি ইতোমধ্যেই অন্য কিছু বলিউড ছবির সারাজীবনের আয়কেও ছাড়িয়ে গেছে। যেমন—

‘মেরে হাজব্যান্ড কি বিবি’ (অর্জুন কাপুর–ভূমি পেডনেকর–রাকুল প্রীত সিং) – ১২.৮৫ কোটি

‘লাভেয়াপা’ – ৮.৮৫ কোটি

ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটিতে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। রোমান্টিক গল্প, হালকা হাস্যরস এবং জমকালো ভিজ্যুয়াল এফেক্টের কারণে তরুণ দর্শকদের মাঝে ছবিটি সাড়া ফেলছে।

ছবিটির স্থিতিশীল আয় অব্যাহত থাকবে কিনা, তা নির্ভর করছে বড় বাজেটের ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর দাপট কতটা টেকসই হয় তার ওপর। তবে প্রাথমিক বক্স অফিস ট্রেন্ডে ‘সানি সংসকারি কি তুলসি কুমারী’ বলিউডে বরুণ ও জাহ্নবীর জুটির জন্য ইতিবাচক সাড়া তৈরি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ