logo
ads

ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিসে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ০১:১০ পি.এম
ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিসে নতুন ইতিহাস

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার শক্তি আবারও প্রমাণ করল ঋষভ শেঠির নতুন ছবি কান্তারা: চ্যাপ্টার ১। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩২৫ কোটি টাকা। এভাবে ছবিটি এ বছরের প্রথম কন্নড় চলচ্চিত্র হিসেবে ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করল।

রবিবার ভারতের অভ্যন্তরে ছবিটির আয়ে আসে ৬১ কোটি টাকা, ফলে দেশীয় বাজারে চার দিনে নেট সংগ্রহ দাঁড়ায় ২২৩.২৫ কোটি টাকা (গ্রস আয় ২৬৮ কোটি টাকা)। এটি কন্নড় সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড, যা এখন পর্যন্ত কেবল কেজিএফ চ্যাপ্টার ২ (২০২২ সালে ৩৮০ কোটি টাকা) অতিক্রম করতে পেরেছিল।

বিদেশি বাজারেও কান্তারা চ্যাপ্টার ১ গতি পেয়েছে। আন্তর্জাতিক পরিসরে ছবিটি আয় করেছে প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মিলে চার দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩২৫ কোটিতে।

ছবিটি এরই মধ্যে হটিয়ে দিয়েছে একাধিক আলোচিত ছবিকে। এর মধ্যে রয়েছে সিতারে জমিন পার (২৬৬ কোটি), লোকাহ চ্যাপ্টার ১ (২৯০ কোটি) এবং সর্বশেষ ২০২৩ সালের আলোচিত ছবি হনুমান (২৯৮ কোটি)। তবে সবচেয়ে বড় সাফল্য হলো, কান্তারা চ্যাপ্টার ১ এখন কেজিএফ চ্যাপ্টার ১-এর আজীবন আয় (২৪৮ কোটি) ছাড়িয়ে গেছে। এর ফলে ছবিটি কন্নড় চলচ্চিত্রের সর্বকালের সর্বাধিক আয়কারী ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

বর্তমানে শীর্ষে আছে কেজিএফ চ্যাপ্টার ২ (১২৪৮ কোটি) এবং দ্বিতীয় স্থানে রয়েছে কান্তারার প্রথম পর্ব (৪০০ কোটি)। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই কান্তারা চ্যাপ্টার ১ তার পূর্বসূরিকে ছাড়িয়ে যাবে। যদি গতি বজায় থাকে, তবে এ বছর ভারতের প্রথম ছবি হিসেবে ১০০০ কোটির ঘর ছোঁয়ার সম্ভাবনাও জেগেছে।

ঋষভ শেঠির নির্মাণশৈলী ও রুকমিণী বাসন্তের অনবদ্য অভিনয় দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, এ সাফল্য দক্ষিণী ছবির পাশাপাশি গোটা ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ