logo
ads

হলিউড কাঁপাচ্ছে এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পি.এম
হলিউড কাঁপাচ্ছে এআই ‘অভিনেত্রী’ টিলি নরউড

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন চলচ্চিত্র জগতেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এআই-সক্ষম ডিজিটাল অবতার টিলি নরউড–কে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ‘অভিনেত্রী’ পরিচয়ে আবির্ভূত এই ভার্চুয়াল চরিত্রকে নিয়ে আশঙ্কা করছেন হলিউডের তারকারা, বিশেষ করে চাকরি হারানোর ভয়ে উদ্বিগ্ন মানব অভিনেতারা।

কে এই টিলি নরউড?

টিলি নরউড হলো Particle6 নামের এক প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এআই অবতার, যা তাদের সহযোগী প্রতিষ্ঠান Xicoia Talent Studio–এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। নরউডের ইতোমধ্যেই সক্রিয় উপস্থিতি রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও লিংকডইনে। প্রথম আলোচনায় আসে গত জুলাইয়ে ইউটিউবে প্রকাশিত একটি কমেডি স্কেচ ভিডিও “AI Commissioner”–এ অভিনয় করে।

জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে আত্মপ্রকাশ

গত সপ্তাহে জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে নরউড ভার্চুয়াল পর্দায় হাজির হলে বিষয়টি নিয়ে হলিউডে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। Particle6–এর প্রতিষ্ঠাতা ও সিইও এলাইন ভ্যান ডের ভেলডেন জানান, ইতোমধ্যে কয়েকজন এজেন্ট নরউডের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি তিনি সাহসী দাবি করেন, “আমরা চাই টিলি হোক পরবর্তী স্কারলেট জোহানসন বা ন্যাটালি পোর্টম্যান।”

হলিউডের তীব্র প্রতিক্রিয়া

এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী এমিলি ব্লান্ট। তিনি বলেন, “এটা সত্যিই ভীতিকর। দয়া করে মানব অভিনেতাদের জায়গা কেড়ে নেবেন না।”
এছাড়া SAG-AFTRA, যা প্রায় ১ লাখ ৬০ হাজার অভিনেতা ও শিল্পীর সংগঠন, তাদের বিবৃতিতে বলেছে—“টিলি নরউড কোনো অভিনেত্রী নন। এটি একটি কম্পিউটার প্রোগ্রামে তৈরি চরিত্র, যা অসংখ্য শিল্পীর পরিশ্রম ও অভিব্যক্তিকে অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। সৃজনশীলতা মানবকেন্দ্রিক থাকা উচিত।”

পাল্টা বক্তব্য

ভ্যান ডের ভেলডেন অবশ্য বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, “আমি এআইকে মানুষের বিকল্প হিসেবে দেখি না, বরং এটি নতুন এক হাতিয়ার—যেমন অ্যানিমেশন, পাপেট্রি বা সিজিআই আমাদের নতুন গল্প বলার কৌশল দিয়েছে। এআইও তেমন এক মাধ্যম।”

বিতর্কের মূল প্রশ্ন

এখন প্রশ্ন উঠছে—যদি এআই অবতারদের প্রশিক্ষণে মানব অভিনেতাদের ভঙ্গি, কণ্ঠস্বর বা অভিনয়শৈলী ব্যবহার হয়, তবে তারা কি ন্যায্য পারিশ্রমিক বা স্বীকৃতি পাবেন? আর প্রযোজনা সংস্থাগুলো কি কেবল কম খরচের কারণে মানব অভিনেতাদের বাদ দিয়ে ভার্চুয়াল চরিত্রকে অগ্রাধিকার দেবে?

শিল্প বিশেষজ্ঞদের মতে, এই বিতর্ক আগামী দিনে আদালত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও ব্যস্ত রাখবে। কারণ সমাধান খুঁজতে হবে এমন এক ভারসাম্য যেখানে প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে গ্রাস না করে বরং তাকে সহায়তা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ