বলিউডের উঠতি তারকা আহান পান্ডে আবারও রোমান্টিক ঘরানার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, তাঁর নতুন ছবিতে জুটি বাঁধবেন সাম্প্রতিক ব্লকবাস্টার ‘মুঞ্জ্যা’ খ্যাত অভিনেত্রী শর্বরী। ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর।
আহানের প্রথম ছবি মোহিত সুরির ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সফল হওয়ার পরই নতুন এই প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু হয়। ছবিতে সহঅভিনেত্রী অনীত পাড্ডার সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছিল। সেই সাফল্যের পর এবার নতুন জুটি হিসেবে আসছেন আহান ও শর্বরী।
চলচ্চিত্র–সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, “‘সাইয়ারা’ বক্স অফিসে ইতিহাস গড়েছে। আহান এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় জেন-জেড পুরুষ অভিনেতা। অন্যদিকে, শর্বরী ছিলেন ১০০ কোটির ব্লকবাস্টার ‘মুঞ্জ্যা’র অন্যতম মুখ। এই দুই তরুণ তারকাকে নিয়ে আলী আব্বাস জাফর তরুণদের জন্য অ্যাকশন–রোমান্সধর্মী একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন।”
সূত্রটি আরও জানায়, “ভালোবাসার গল্পে নায়ক-নায়িকা দুজনেরই সমানভাবে আলাদা করে দাঁড়ানো জরুরি। আহান ও শর্বরী এই ক্ষেত্রে নিখুঁত মানাবে। দর্শকদের কৌতূহল বাড়বে কারণ তাঁদের জুটি আগে কোনো ছবিতে দেখা যায়নি।”
আলী আব্বাস জাফর এর আগে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো সফল ছবি নির্মাণ করেছেন। এবার তাঁর নতুন প্রজেক্টকে ঘিরে তরুণ দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আহান পান্ডের ‘সাইয়ারা’ ও শর্বরীর ‘মুঞ্জ্যা’ ইতোমধ্যেই ওটিটিতে মুক্তি পেয়েছে। দর্শকরা সেখানেই ছবিগুলো দেখতে পারবেন।

