logo
ads

‘কান্তারা’ বদলে দিয়েছে জীবনের মানে: রুকমিনি বাসন্ত

বিনোদন ডেস্ক :বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০২:২৪ পি.এম
‘কান্তারা’ বদলে দিয়েছে জীবনের মানে: রুকমিনি বাসন্ত

সংগৃহীত ছবি

‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেত্রী রুকমিনি বাসন্ত। ছবিতে নারী প্রধান চরিত্রে অভিনয় করা রুকমিনি জানান, এই সিনেমাটি তাঁর জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে রুকমিনি লিখেছেন, “এক বছর আগে ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর টিমে যুক্ত হওয়ার সুযোগ পাই। এই চলচ্চিত্র আমাকে চ্যালেঞ্জ করেছে, শিখিয়েছে, আমার অভিনয়ের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিকোণ দিয়েছে। শত শত মানুষের ভালোবাসা ও পরিশ্রমে নির্মিত এই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”

তিনি আরও যোগ করেন, “রিশভ স্যার এই প্রকল্পের দৃঢ় ভিত্তি। তাঁর পরিশ্রম, নেতৃত্ব এবং অনুপ্রেরণা আমাদের সবার প্রেরণা হয়ে থেকেছে। আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ।”

রুকমিনি ছবিটির প্রযোজক প্রতিষ্ঠান হোমবালে ফিল্মসের পুরো টিমকেও ধন্যবাদ জানান— বিশেষ করে বিজয় কিরাগানদুর, চালুভে গৌড়া ও আদর্শসহ পর্দার পেছনে কাজ করা অসংখ্য মানুষকে।

রিশভ শেঠি পরিচালিত ও হোমবালে ফিল্মস প্রযোজিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছে ২ অক্টোবর। ছবিটি ইতোমধ্যেই কানাড়া, হিন্দি, তেলেগু, মালায়ালাম, তামিল, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ