logo
ads

নুসরাত ফারিয়ার নতুন ফটোশুটে ঝড় সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পি.এম
নুসরাত ফারিয়ার নতুন ফটোশুটে ঝড় সোশ্যাল মিডিয়ায়

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন তাঁর নতুন ফটোশুটের মাধ্যমে। সমুদ্রতীরে ছুটির মুডে তোলা কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা গেছে তাঁকে এক ভিন্ন, সাহসী রূপে।

কালো ব্রালেট ও মিনি র‍্যাপ স্কার্টে সাজানো ফারিয়া সমুদ্রের পটভূমিতে পোজ দিয়েছেন স্বাভাবিক আত্মবিশ্বাসে। ছেড়ে রাখা চুল, হাসি আর রোদের আলোয় ঝলমলে উপস্থিতিতে ফুটে উঠেছে তাঁর স্বকীয় আবেদন।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে ফারিয়া লিখেছেন—“তোমার চোখের জন্য কি বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো, প্রিয়।”—যা মুহূর্তেই ভক্তদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। কেউ প্রশংসায় ভরিয়েছেন কমেন্ট বক্স, কেউ আবার লুকে ‘অতিরিক্ত সাহসী’ বলে সমালোচনাও করেছেন।

এই লুকে নুসরাত পরেছেন মিনিমাল জুয়েলারি—কানে হালকা দুল ও হাতে স্টাইলিশ ব্রেসলেট। ছবিগুলোতে সমুদ্রের পটভূমি, আলোছায়ার খেলা আর অভিনেত্রীর স্বচ্ছন্দ ভঙ্গিমা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

নুসরাত ফারিয়া বর্তমানে একাধিক নতুন সিনেমা ও আন্তর্জাতিক প্রকল্পে কাজ করছেন। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি প্রায়ই ভ্রমণ ও ফটোশুটের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মুহূর্ত ভাগ করে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ