logo
ads

“রাজনীতিতে যাচ্ছি নিজ অঞ্চলকে সেবা দিতে”—মৈথিলী ঠাকুরের বিহারের নির্বাচনী পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৭ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পি.এম
“রাজনীতিতে যাচ্ছি নিজ অঞ্চলকে সেবা দিতে”—মৈথিলী ঠাকুরের বিহারের নির্বাচনী পরিকল্পনা

সংগৃহীত ছবি

জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর রাজনৈতিক পরিসরে পদার্পণ করতে চলেছেন—তবে তার উদ্দেশ্য রাজনীতি নয়, বরং নিজের অঞ্চলের মানুষদের সেবা করা। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (BJP)-র হয়ে প্রার্থী হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে মৈথিলী এনডিটিভি-কে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।

মৈথিলী ঠাকুর ও তাঁর পিতা গত রোববার নতুন দিল্লিতে বিহার বিজেপি ইন-চার্জ বিনোদ তাওয়ড়ে এবং কেন্দ্রীয় গৃহ রাজ্য মন্ত্রী নিট্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম X (পূর্বে টুইটার)-এ প্রকাশিত ছবি শেয়ার করে তাওয়ড়ে ঠাকুরকে “বিহারের কন্যা” হিসেবে অভ্যর্থনা জানান।

তাওয়ড়ে লেখেন, “যে পরিবারগুলো ১৯৯৫ সালে লালুর শাসনের পর বিহার ছেড়ে গিয়েছিল, সেই পরিবারের কন্যা, খ্যাতনামা গায়িকা মৈথিলী ঠাকুর, বদলানো বিহারের গতি দেখে ফিরে আসতে চাইছেন।”

মৈথিলী জানান, “কিছুই এখনও চূড়ান্ত হয়নি, তবে বিনোদ তাওয়ড়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই পোস্ট আমার জন্য বড় বিষয়। বিহারের মানুষ আমাকে এভাবে স্বীকৃতি দিচ্ছেন—এটা সত্যিই আনন্দের।”

২৫ বছর বয়সী এই ক classical শিল্পী জানিয়েছেন, তিনি রাজনীতিতে প্রবেশ করতে চান নিজ অঞ্চলের সংস্কৃতি ও মানুষের সেবা করার জন্য। “আমি রাজনীতিতে রাজনীতি করার জন্য যাচ্ছি না। আমি বিহারকে সেবা দিতে চাই। নিজের লোকসঙ্গীতের মাধ্যমে আমি ইতিমধ্যেই এই চেষ্টা করছি। যদি রাজনীতি আমাকে এই সুযোগ দেয়, তবে আর কোনো কিছুর চেয়ে তা গুরুত্বপূর্ণ হবে,” বলেছেন তিনি।

মৈথিলী ঠাকুর মিথিলা অঞ্চলের—মাধুবনী ও দারভাঙ্গা থেকে। বিজেপি তাকে মাধুবনী অথবা দারভাঙ্গার আলিগড় আসনে প্রার্থী করার সম্ভাবনা দেখছে। মৈথিলী বলেন, “মা মাধুবনীর, বাবা দারভাঙ্গার। উভয় জায়গা থেকেই আমি ভালোবাসা পেয়েছি। সিদ্ধান্ত আমি দলের উপর ছেড়ে দিয়েছি।”

তিনি আরও জানান, রাজনীতিতে আগ্রহ শুধুমাত্র সম্প্রতি জাগতে শুরু করে, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও দর্শন শুনতে শুরু করেন। “প্রধানমন্ত্রী মোদি যুবসমাজের জন্য অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্য,” বলেছেন ঠাকুর।

বিহারের ভোটের সময়সূচি ঘোষণা হয়েছে—নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হবে ৬ ও ১১ নভেম্বর, এবং ভোট গণনা হবে ১৪ নভেম্বর। মৈথিলী ঠাকুর ইতিমধ্যেই ভোটারদের আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ