logo
ads

‘হেইট করে, তারপর কপিও করে’ — আত্মবিশ্বাসে দীপ্ত ঢালিউডের রূপসী

বিনোদন প্রতিবেদক

প্রকাশকাল: ৮ অক্টোবর ২০২৫, ০১:০১ পি.এম
‘হেইট করে, তারপর কপিও করে’ — আত্মবিশ্বাসে দীপ্ত ঢালিউডের রূপসী

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি যেন নিজের মতো করেই জীবনটা সাজিয়ে নিচ্ছেন। বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা-সমালোচনা হোক, তিনি এখন যেন আরও বেশি আত্মবিশ্বাসী ও নির্ভীক। সাম্প্রতিক সময়ে অভিনয়ের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন, আবার সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছেন নিজের ফ্যাশন সেন্স দিয়ে।

সম্প্রতি নিজের ফেসবুকে জলপাই রঙের সিল্ক কাফতানে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরীমনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তারা দেখে, হেইট করে তারপর কপিও করে।”
ক্যাপশনটি নিয়ে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনই ছবিগুলোও ভাইরাল হয়েছে মুহূর্তেই।

ছবিগুলোতে দেখা যায়, পরীমনি পরেছেন পুরো দৈর্ঘ্যের জলপাই সবুজ সিল্ক কাফতান, যার বর্ডারে রয়েছে শর্ষে হলুদের স্যাটিন ফিনিশ এবং কোমরে সাদা স্টোনের স্টাইলিশ বেল্ট। ওপেন হেয়ারস্টাইল, দুই পাশে স্ট্র্যান্ডস আর লম্বা স্টেটমেন্ট দুল তার লুককে দিয়েছে রাজকীয় আবেদন।

মেকআপে গাঢ় আইলাইনার আর মেরুন লিপকালার, যা পরীর চিরচেনা লুকের সঙ্গে মানিয়েছে দারুণভাবে। সব মিলিয়ে, সহজ অথচ মার্জিত এই কাফতান লুকে যেন এক নতুন ‘গ্লো’ নিয়ে হাজির হয়েছেন পরী।

পরীমনির সাম্প্রতিক পোস্টগুলো দেখলে বোঝা যায়, তিনি এখন নিজের সময়টা কাটাচ্ছেন দুই সন্তানকে নিয়ে—একজন তার জৈবিক সন্তান, অন্যজন দত্তক কন্যা রাজ্য। মাতৃত্ব, অভিনয় ও আত্ম-ভালবাসার মিশেলে গড়ে উঠেছে এক নতুন পরীমনি, যিনি বিতর্কে না জড়িয়ে বরং নিজের কাজ ও লুক দিয়েই আলোচনায় থাকতে চান।

ঢাকাই ফ্যাশন বিশ্লেষক রুকাইয়া ইসলাম বলেন, “পরীমনির ফ্যাশন সেন্স এখন আন্তর্জাতিক মানের। কাফতান লুকটি তিনি এমনভাবে ক্যারি করেছেন, যা ট্রেন্ডসেটিং। তার পোশাকের রঙ, মেকআপ, অ্যাটিটিউড—সবকিছুতেই রয়েছে আত্মবিশ্বাসের ছাপ।”

পরীমনির এই মন্তব্য—“তারা দেখে, হেইট করে, তারপর কপিও করে”—নিজের প্রতি সমালোচনাকারীদের উদ্দেশে হলেও, এটি যেন পুরো সোশ্যাল মিডিয়া সংস্কৃতির প্রতিচ্ছবি। অনেকেই তাঁর স্টাইল, ফটোশুট বা বক্তব্য নিয়ে সমালোচনা করেন, অথচ পরে সেই স্টাইলই অনুসরণ করেন অন্যরা।

ঢাকাই গ্ল্যামার দুনিয়ার অনেকেই বলেন, পরীমনি শুধু নন্দনতত্ত্বেই নয়, সাহসেও অনন্য। তিনি জানেন, কীভাবে নিজের কণ্ঠে, নিজের লুকে জায়গা করে নিতে হয়।

পরীমনি যেন আরেকবার প্রমাণ করলেন—নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় ফ্যাশন।
সমালোচনা, বিতর্ক কিংবা কপি—সবকিছুর ঊর্ধ্বে তিনি নিজের আভিজাত্য ও আত্মবিশ্বাসেই হয়ে উঠছেন ঢালিউডের ট্রেন্ড আইকন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ