logo
ads

বলিউডের রাজা শাহরুখ খান এখন বিলিয়নিয়ার ক্লাবে

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ পি.এম
বলিউডের রাজা শাহরুখ খান এখন বিলিয়নিয়ার ক্লাবে

সংগৃহীত ছবি

বলিউডের কিং খান শাহরুখ খান আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন বিলিয়নিয়ার ক্লাবে। প্রথমবারের মতো তাঁর সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে জানিয়েছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫। ৫৯ বছর বয়সী এই তারকার বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার (প্রায় ১.০৩ বিলিয়ন পাউন্ড)। এতে তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে নাম লিখিয়েছেন।

এই তালিকায় শাহরুখ খানের নাম উঠে এসেছে আর্নল্ড শোয়ার্জনেগার, টেইলর সুইফট, রিহানা, টাইগার উডসের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিদের কাতারে, যাদের সম্পদ ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী প্রায় ১.৬ বিলিয়ন ডলার।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ জানান, শাহরুখের বিলিয়নিয়ার অবস্থান এসেছে তাঁর দুই বড় বিনিয়োগ থেকে—প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এবং আইপিএল ক্রিকেট ক্লাব কলকাতা নাইট রাইডার্স (Knight Riders Sports)। এছাড়া চলচ্চিত্র থেকে আয়, বিজ্ঞাপন চুক্তি এবং দেশ-বিদেশে রিয়েল এস্টেটে বিনিয়োগও তাঁর সম্পদ বাড়িয়েছে।

শাহরুখ খান বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয়। ১৯৯০-এর দশকে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও, পরবর্তী সময়ে অ্যাকশন ও বাণিজ্যিক চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

হুরুন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের বিলিয়নিয়ার হওয়া ভারতের অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তনের প্রতিফলন। আগে ধনীদের তালিকা দখল করত শিল্পপতি ও ব্যাংকাররা, এখন সেখানে উঠে আসছেন বিনোদন ও ক্রীড়া খাতের উদ্যোক্তারা।

আনাস রহমান বলেন, “ভারতীয় অর্থনীতি যেমন পরিণত হচ্ছে, তেমনি ঐতিহ্যবাহী শিল্পের বাইরে স্পোর্টস, এন্টারটেইনমেন্ট ও মেধাস্বত্ব-নির্ভর ব্যবসাগুলো নতুন সম্পদ সৃষ্টির কেন্দ্র হয়ে উঠছে।”

অন্য তারকারা কারা আছেন তালিকায়?
শাহরুখের পাশাপাশি আরও চার বলিউড তারকার নাম রয়েছে এবারের হুরুন রিচ লিস্টে— জুহি চাওলা ও তাঁর পরিবার: ৮৮০ মিলিয়ন ডলার,হৃতিক রোশন: ২৬০ মিলিয়ন ডলার,করন জোহর: ২০০ মিলিয়ন ডলার,অমিতাভ বচ্চন ও পরিবার: ১৮৩ মিলিয়ন ডলার।

২০২৪ সালে করন জোহর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস–এর ৫০% শেয়ার ভারতের শীর্ষ ব্যবসায়ী আদার পুনাওয়ালার কাছে ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি করে আলোচনায় আসেন।

হুরুন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৫০ জনের বেশি, যেখানে শীর্ষে আছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি। শাহরুখ খানের এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় বিনোদন শিল্পের বৈশ্বিক প্রভাব ও আর্থিক শক্তির প্রতীক বলেও বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫, বিবিসি নিউজ, ফোর্বস, ইন্ডিয়া টুডে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ