logo
ads

পদদলিত হয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন বিজয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পি.এম
পদদলিত হয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন বিজয়

সংগৃহীত ছবি

 তামিলাগা ভেত্রি কাজগম (TVK) দলের সভাপতি ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় করুরে পদদলিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। এ জন্য দলের পক্ষ থেকে বুধবার রাজ্য পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদন করা হয়েছে।

দলীয় মুখপাত্র জানান, তারা রাজ্যের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) জি. ভেঙ্কটরামনের কাছে আবেদন জমা দিয়েছেন যাতে বিজয়ের সফরের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর করুরে TVK দলের একটি গণসমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনায় ৪১ জন নিহত ও অন্তত ৬৫ জন আহত হন। সমাবেশে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ, যারা বিজয়কে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। ঘটনাটি ঘটার পর থেকে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

অভিনেতা-রাজনীতিক বিজয় সমাবেশ আয়োজনের পর দুর্ঘটনাস্থলে সরাসরি না যাওয়ায় কিছু মহল তাঁর সমালোচনা করছে। তাঁরা অভিযোগ করছেন, বিজয় ঘটনাটির পরপরই নিহতদের পরিবারের পাশে দাঁড়াননি।

TVK সূত্রে জানা গেছে, বিজয় করুরে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে চান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে চান। ইতিমধ্যে দলীয় পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

TVK মুখপাত্র বলেন, “আমাদের সভাপতি গভীরভাবে মর্মাহত। তিনি নিজে সেখানে গিয়ে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে চান। তবে জনসমাগম ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে আমরা পুলিশের অনুমতি ও সহযোগিতা চেয়েছি।”

রাজ্য পুলিশের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় এ বছর রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নামেন এবং তাঁর দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK) আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পদদলিতের এই ঘটনা TVK–র রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং বিজয়ের জনপ্রিয়তার পরীক্ষার মুখে ফেলেছে।

সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, বিবিসি তামিল, NDTV India.

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ