ভারতের প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্প দীর্ঘদিন ধরেই বিতর্ক, সেন্সরশিপ ও সামাজিক কটূদৃষ্টির মধ্যে লুকিয়ে থেকেছে। তবে সেই গোপন জগতকে এবার তুলে ধরেছে নতুন তথ্যচিত্র ‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’। হিনা ডিসুজা পরিচালিত ও আইএন১০ মিডিয়া নেটওয়ার্ক প্রযোজিত এই তথ্যচিত্রটি সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডকুব-এ।
পরিচালক হিনা ডিসুজা বলেন, প্রাপ্তবয়স্ক কনটেন্টে কাজ করা শিল্পীরা সমাজের রক্তচক্ষু ও সেন্সরশিপের কঠোর সীমাবদ্ধতার মধ্যে থেকেও কাজ চালিয়ে যাচ্ছেন। “আমাদের লক্ষ্য ছিল তাঁদের বিচার নয়, বরং মানুষ হিসেবে দেখা,” বলেন হিনা। “এই তথ্যচিত্রে আমরা দেখিয়েছি, কীভাবে তাঁরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছেন।”
প্রযোজক আদিত্য পিটি, যিনি আইএন১০ মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক, জানান—“এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এমন গল্প বলা যা সাধারণত ফিসফিস করে আলোচনা হয়, কিন্তু প্রকাশ্যে আসে না। ভারতের বিনোদন জগৎ যতটা গ্ল্যামারাস, তার ছায়ার নিচে রয়েছে এক কঠিন বাস্তবতা, যা এই চলচ্চিত্রে আমরা তুলে ধরেছি।”
ডকুবের প্রধান পরিচালন কর্মকর্তা সামার খান বলেন, “এই তথ্যচিত্র শুধু শিল্পের দিকটাই দেখায় না, এটি অর্থনীতি, সেন্সরশিপ ও কনটেন্ট নীতির জটিল সম্পর্ককেও তুলে ধরে। প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে ঘিরে যে অস্বস্তি, তা বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি কাজ।”
সহযোগী প্রযোজক অভিষেক গৌতম জানান, এই তথ্যচিত্র সেই শিল্পীদের প্ল্যাটফর্ম দিয়েছে, যাঁরা সাধারণত তাঁদের অভিজ্ঞতা প্রকাশ করতে চান না। তাঁদের বাস্তব গল্পই এই চলচ্চিত্রকে অন্যরকম উচ্চতা দিয়েছে।
পরিচালক হিনা বলেন, “এই তথ্যচিত্র আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা দেখেছি, সমাজের বাইরে ঠেলে দেওয়া এই মানুষগুলোও আমাদের মতোই স্বপ্ন দেখে, সংগ্রাম করে।”
ভারতে প্রাপ্তবয়স্ক কনটেন্টের ক্ষেত্রে কঠোর সেন্সর নীতি দীর্ঘদিন ধরে শিল্পীদের সামনে বাধা হিসেবে কাজ করছে। হিনা ডিসুজা আশা প্রকাশ করেছেন, “তথ্যচিত্রটি দেখার পর দর্শকেরা এই শিল্পের প্রতি নতুন করে ভাববে। আমরা চাই মানুষ এই শিল্পের প্রতি সহানুভূতিশীল হোক।”
ভারতের প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রি এখনো অন্ধকারের আড়ালে থাকা এক বাস্তবতা। ‘ডার্টি এন্টারটেইনারস’ সেই আড়াল সরিয়ে দেখিয়েছে—এই শিল্পও একধরনের সংগ্রাম, যেখানে টিকে থাকার লড়াই ঠিক যেমন বাস্তব, তেমনি মানবিক।
তথ্যসূত্র: Variety, DocuBay, Hindustan Times (Oct 2025)

