logo
ads

“আয় বন্ধ হওয়ায় অভিনয়ে ফিরতে চান কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি”

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ পি.এম
“আয় বন্ধ হওয়ায় অভিনয়ে ফিরতে চান কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি”

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় মন্ত্রী ও অভিনেতা-রাজনীতিবিদ সুরেশ গোপি সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি আবার অভিনয় ক্যারিয়ার শুরু করতে চান। কান্নুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই। আমার আয়ের উৎস এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাকে আরও উপার্জন করতে হবে।”

ত্রিসুরের সংসদ সদস্য সুরেশ গোপি বর্তমানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু তিনি তার দলের সবচেয়ে তরুণ সদস্য, তাই রাজ্যসভা এমপি সি. সদানন্দন মাস্টারকে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মন্ত্রী পদে নিযুক্ত করার প্রস্তাব করেছেন।

গোপি বলেন, “আমি কখনো মন্ত্রী হওয়ার প্রার্থনা করিনি। নির্বাচনের এক দিন আগে সাংবাদিকদের বলেছিলাম, আমি মন্ত্রী হতে চাইনি, আমি সিনেমা চালিয়ে যেতে চাই।” তিনি আরও জানান, ২০০৮ সালের অক্টোবর মাসে তিনি এই দলের সদস্য হন এবং প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলের পক্ষ থেকে তাঁকে মন্ত্রী করা হয়।

এছাড়া, তিনি কান্নুরে বক্তব্যে উল্লেখ করেন, অনেকেই তাঁর কথাকে মিথ্যা ব্যাখ্যা বা বিকৃত করেছেন। তিনি বলেন, ‘প্রজা’ শব্দ ব্যবহার করে ত্রিসুরের জনগণের প্রতি তাঁর বোঝানোর চেষ্টা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের পূর্বে ‘ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার’ বলা হতো, বর্তমানে তাঁদের ‘স্যানিটেশন ইঞ্জিনিয়ার’ বলা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, “প্রজা শব্দ ব্যবহারে কি ভুল আছে?”

সূত্র: এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এএনআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ