গাজা যুদ্ধবিরতির পর মিশরের শার্ম আল-শেখ শহরে অনুষ্ঠিত বিশ্বনেতাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তখন তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন।
ট্রাম্প বলেন, “ভারত একটি মহান দেশ। সেখানে আমার খুব ভালো এক বন্ধু নেতৃত্ব দিচ্ছেন—যিনি অসাধারণ কাজ করছেন। আমি মনে করি ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে থাকবে।”
এই মন্তব্যে হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর আগে ট্রাম্প শরিফ ও পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, “তারা দুজনই অসাধারণ নেতা।” এরপর তিনি শাহবাজ শরিফকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
বক্তৃতায় শাহবাজ বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত ও নিরলস প্রচেষ্টার ফলে। ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো এবং গাজায় যুদ্ধবিরতি আনায় তাঁর অবদান অসামান্য।”
তিনি আরও জানান, পাকিস্তান এর আগে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল এবং এবারও “দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লক্ষাধিক মানুষের জীবন রক্ষার জন্য” তাঁকে পুনরায় মনোনয়ন দিতে চান।
সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, তিনি বিশ্বের আটটি যুদ্ধ মীমাংসা করেছেন—যার মধ্যে ভারত-পাকিস্তান সংঘাতও রয়েছে। আগেরবার তিনি বলেছিলেন সাতটি যুদ্ধ সমাধান করেছেন, তবে এবার ইসরায়েল–গাজা সংঘাত যুক্ত করে সেই সংখ্যা বাড়িয়ে আট করেছেন।
গত ১০ মে ট্রাম্প এক সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, “ওয়াশিংটনের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
তবে ভারতের দাবি, এই সমঝোতা আসে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর সরাসরি আলোচনার ফলেই।
উল্লেখ্য, ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে, যা ২২ এপ্রিল পাহালগাম হামলায় ২৬ বেসামরিকের মৃত্যুর প্রতিশোধ ছিল। টানা চার দিনের পাল্টা আক্রমণের পর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সূত্র: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI)

