logo
ads

সব পক্ষের আপত্তির মুখে বর্ধিত ট্যারিফ কার্যকর করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম ব্যুরো

প্রকাশকাল: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এ.এম
সব পক্ষের আপত্তির মুখে বর্ধিত ট্যারিফ কার্যকর করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বর্তমান বাংলা

ব্যবসায়ী, শিল্পপতি ও বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তি এবং বিদেশি শিপিং কোম্পানিগুলোর সারচার্জ ঘোষণার মধ্যেই আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ। বন্দর ব্যবহারকারীরা বর্ধিত ট্যারিফ অন্তত এক বছরের জন্য স্থগিত রাখার দাবি জানিয়ে আসছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পর এক মাসের জন্য তা স্থগিত রাখে। আজ মধ্যরাতে সেই এক মাসের মেয়াদ শেষে বর্ধিত ট্যারিফ কার্যকর হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ গড়ে ৪১ শতাংশ বৃদ্ধি করার কথা বললেও ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে ট্যারিফ ৪০০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিংসহ আনুষঙ্গিক মোট ৫২টি খাতে ট্যারিফ আদায় হয়। এর মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। গেজেট অনুযায়ী ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। ডলারের বিনিময় হার বাড়লে ট্যারিফও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে বলেও বন্দর সূত্র জানিয়েছে।

বর্ধিত ট্যারিফে কনটেইনার হ্যান্ডলিং খাতে সবচেয়ে বেশি মাশুল নির্ধারণ করা হয়েছে। প্রতি ২০ ফুটি কনটেইনারের ট্যারিফ ধরা হয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা, যা আগে ছিল ১১ হাজার ৮৪৯ টাকা। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। আমদানি কনটেইনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি দিতে হবে। এছাড়া প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় ৩ হাজার টাকা বাড়তি খরচ যুক্ত হবে। ফলে সামগ্রিকভাবে কনটেইনার হ্যান্ডলিং খাতে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি পাবে বলে সূত্র জানিয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবাখাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। ওইদিন থেকে তা কার্যকর করার কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বন্দর ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। তারা বলেন, তাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত না করে হুট করে এভাবে ট্যারিফ বাড়ানোয় তারা ক্ষুব্ধ। পরবর্তীতে নৌ–পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন গত ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিলে ট্যারিফ আদায় স্থগিত করা হয়।

দিন কয়েক আগে চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুরের সই করা এক নোটিশে ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ আদায়ের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ১৪ অক্টোবর রাত ১২টার পর চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন রেট অনুযায়ী নেওয়া হবে। একইভাবে সিঅ্যান্ডএফ প্রতিনিধিসহ সব বন্দর ব্যবহারকারী বর্ধিত হারে মাশুল পরিশোধ করবেন। তালিকাভুক্ত সব শিপিং এজেন্টকে তফসিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে বর্ধিত হারে যথাযথ অর্থের সংস্থান রেখে আসা জাহাজের ছাড়পত্র (এনওসি) নিতে বলা হয়েছে।

বর্ধিত ট্যারিফ এখনই আদায় না করে অন্তত এক বছর সময় দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী, শিল্পপতি ও বন্দর ব্যবহারকারীরা। গত রোববার চট্টগ্রামে ব্যবসায়ী ও শিল্পপতিদের এক বৃহৎ সমাবেশ থেকেও বর্ধিত ট্যারিফ না নেওয়ার দাবি জানানো হয়। অপরদিকে, বাংলাদেশের পণ্য আমদানি–রপ্তানির সঙ্গে জড়িত বিদেশি শিপিং কোম্পানিগুলো সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ফ্রান্সভিত্তিক শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি সিএমএ সিজিএম এবং সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক কোম্পানি এমএসসি বাংলাদেশের আমদানি–রপ্তানি পণ্য পরিবহনের ওপর সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।

হঠাৎ করে এতো বিপুল পরিমাণে ট্যারিফ বৃদ্ধি দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। তাদের মতে, শিপিং কোম্পানিগুলো যে সারচার্জ আরোপ করছে, তার বোঝা শেষ পর্যন্ত দেশের সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে। ব্যবসায়ী নেতারা বলেন, “আমরা ট্যারিফ বৃদ্ধির বিরোধিতা করছি না, তবে একসাথে এত বেশি না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব করেছিলাম, যাতে একটি সহনীয় অবস্থা থাকে। বর্তমান ট্যারিফ হার ‘অসহনীয়’।”

তারা আরও বলেন, “আমরা এক বছর সময় চেয়েছিলাম, কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেই সময় না দিয়ে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে অটল রয়েছে।”
অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক মাস স্থগিত থাকার পর আজ মধ্যরাত থেকে ট্যারিফ কার্যকর হবে। বন্দর কর্তৃপক্ষ ব্যয় সামলানোর জন্য ট্যারিফ বাড়াতে বাধ্য হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ