ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। চেম্বার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই। গতকাল মঙ্গলবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার মনোনয়নকে বৈধ ঘোষণা করেছেন।
হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সৈয়দ হাসান জোবায়ের এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আমজাদ হোসেন চৌধুরী ও জাহেদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাদের নামে ব্যালট নম্বর প্রদানের নির্দেশ প্রদান করে রুল জারি করা হয়।
আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এবং আমজাদ হোসেন চৌধুরী ও আরেক প্রার্থী জাহেদ হোসেন চৌধুরীর পক্ষে রিট দায়ের করেন অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম।
আসন্ন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে আমজাদ হোসেন চৌধুরী এবং এসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে জাহেদ হোসেন চৌধুরী পরিচালক পর্ষদ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন ফরম উত্তোলন করে নিয়মানুযায়ী জমা দেন। কিন্তু ২৪ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ড পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট সনদ জমা না দেওয়ার গ্রাউন্ড দেখিয়ে তাদের প্রার্থিতা বাতিল করে। পরে নির্বাচনী আপীল বোর্ডে আমজাদ হোসেন চৌধুরী এবং জাহেদ হোসেন চৌধুরী আপীল করলে ৩০ সেপ্টেম্বর নির্বাচনী আপীল বোর্ড আপীল না মঞ্জুর করলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে পৃথক দুটি রিট পিটিশন দায়ের করেন। আদালত গতকাল শুনানি শেষে এই রায় প্রদান করেন।
রিট দায়েরকারী আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, “চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী পরিচালনা বোর্ড এবং আপীল বোর্ড বিচার বিশ্লেষণ না করে আমজাদ হোসেন চৌধুরী এবং জাহেদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছিল। আমরা মহামান্য হাইকোর্টে ন্যায় বিচার পেয়েছি। এখন নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্ব হচ্ছে তাদের প্রার্থিতা গ্রহণ করে ব্যালট নম্বর দেওয়া।”
জানতে চাইলে আমজাদ হোসেন চৌধুরী বলেন, “মহান আল্লাহর রহমতে আমার প্রার্থিতা বহাল হয়েছে। এখন নির্বাচনী কাজে সবার সহযোগিতা চাইব। সেই সঙ্গে ভোটারদের ভোট এবং দেশবাসীর দোয়া চাইব। মহান রব যেনো আমাদেরকে কামিয়াব করেন।”

