logo
ads

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক ,দৈনিক বর্তমানবাংলা

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পি.এম
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত কয়েক ডজন

সংগৃহীত ছবি

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। বুধবার ভোরে শুরু হওয়া এই গোলাগুলিকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদ সংস্থা রয়টার্স, এপি ও এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়েছে, আফগান তালেবান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী ভারী অস্ত্রের লড়াই হয় আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলা ও পাকিস্তানের বেলুচিস্তানের চামান সীমান্তে। উভয় দেশই একে অপরের ওপর হামলার সূচনা করার অভিযোগ তুলেছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, “বুধবার সকালে পাকিস্তান সেনারা হালকা ও ভারী অস্ত্রে স্পিন বোলদাক সীমান্তে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০০ জনের বেশি আহত হন। এরপর আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তানের বহু সেনাকে হত্যা ও তাদের কয়েকটি ট্যাংক দখল করে।”

তালেবান মুখপাত্র আরও দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের কয়েকটি সামরিক পোস্ট দখল করেছে এবং পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবানরা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নিহত পাকিস্তানি সেনাদের মরদেহ দেখা গেছে বলে দাবি করেছে তারা।

অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান বাহিনী ও পাকিস্তানি তালেবান (টিটিপি) যৌথভাবে চামান সীমান্তের একটি পাকিস্তানি পোস্টে “অবৈধভাবে” গুলি চালায়। এতে পাকিস্তান সেনারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়।

পাকিস্তানের চামান জেলার প্রশাসক হাবিবুল্লাহ বাঙ্গুলজাই বলেন, “তালেবান বাহিনী কোনো প্রকার উসকানি ছাড়াই গুলি চালায়। পাকিস্তান সেনারা জবাবি হামলায় আফগানদের কয়েকটি ট্যাংক ও পোস্ট ধ্বংস করেছে।”

অন্য এক ঘটনায়, পাকিস্তানের ওরাকজাই জেলার মাহমুদজাই পোস্টে টিটিপি জঙ্গিদের হামলায় আটজন সীমান্তরক্ষী নিহত হন বলে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।

এটি চলতি সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় সংঘর্ষ। গত বৃহস্পতিবারও আফগান রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালানো হয়, যার দায় পাকিস্তানের ওপর চাপায় তালেবান সরকার।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা সৃষ্টি করেছে। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকির ভারতের সফরের সময়েই এই সংঘর্ষ শুরু হওয়ায় কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। 

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান তার মাটিকে পাকিস্তানবিরোধী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিচ্ছে—যা তালেবান সরকার অস্বীকার করে আসছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা।
সম্পাদনা: দৈনিক বর্তমান বাংলা আন্তর্জাতিক ডেস্ক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ