logo
ads

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি

সংগৃহীত ছবি

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বুধবার (১৫ অক্টোবর) সংঘর্ষের পর দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। বুধবারের সংঘর্ষে বহুজন নিহত এবং আহত হয়েছে, যা দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে নিহতসংখ্যা যুক্ত সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে।

অস্ত্রবিরতি পাকিস্তান সময় অনুযায়ী বিকেল ৬টায় (ভারত সময় বিকেল ৬.৩০) কার্যকর হয়েছে। ইসলামাবাদ থেকে জানানো হয়, “উভয় পক্ষ সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যা সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।”

পাকিস্তান জানায়, সামরিক অভিযান চলাকালীন তারা “দশেরও বেশি আফগান নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীকে হত্যার” দাবি করেছে এবং সীমান্তে ট্যাংক ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। অপরদিকে, আফগানিস্তানের তালিবান প্রশাসন পাকিস্তান আর্মি সীমান্তস্থ স্থাপনা ধ্বংস এবং একটি ট্যাংক দখল করার ঘটনা ঘটিয়েছে।

পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসী হামলার জন্য বন্দুকধারীদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান দাবি করেছে, এই হামলার সংখ্যা ২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসার পর থেকে বৃদ্ধি পেয়েছে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি ভারতের এক রাষ্ট্র সফরে জানিয়েছেন, তালিবান তাদের ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেবে না।

এই সংঘর্ষ, যা এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ঘটেছে, ইসলামিক স্টেটসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং ভারতের লক্ষ্যভিত্তিক জইশ-এ-মোহাম্মদ ও লস্কর-এ-তৈবার মত সংগঠন সীমান্তে আধিপত্য কায়েমের চেষ্টা করছে এমন আশঙ্কা আরও বাড়িয়েছে।

সর্বশেষ সংঘর্ষের আগে, গত রোববার সৌদি আরব ও কাতারের অনুরোধে সাময়িক লড়াই বন্ধ হয়েছিল। তবে বুধবারের ঘটনা তালেরি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময় ঘটায় ইসলামাবাদে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করছে, যা আফগান তালিবান অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স ও এনডিটিভি
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ