logo
ads

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পি.এম
নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতকে আইসিসির জরিমানা

সংগৃহীত ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারত নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেওয়ায় আইসিসি (ICC) তাদের উপর ৫ শতাংশ ম্যাচ ফি’র জরিমানা করেছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।

গত রোববারের ম্যাচে অস্ট্রেলিয়া ইতিহাসে সর্বোচ্চ রানের তাড়া করে জয় ছিনিয়ে নেয় ভারত থেকে। ভারতের ৩৩১ রানের লক্ষ্য অজিরা এক ওভার এবং তিন উইকেট হাতে রেখে পূর্ণ করে। তবে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ভারত এক ওভার কম বোলিং করেছে, যা নিয়ে অন-ফিল্ড আম্পায়ার সু রেডফার্ন ও নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কিম কটন এবং চতুর্থ আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস অভিযোগ তোলেন।

আইসিসি আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বল না করলে দলের খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়। এলিট প্যানেলের রেফারি মিচেল পেরেইরা কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই এই শাস্তি আরোপ করেছেন।

ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, “আমরা আমাদের ভুল স্বীকার করছি এবং শাস্তি মেনে নিচ্ছি। ভবিষ্যতে ম্যাচের নিয়মাবলী আরও সতর্কভাবে মানা হবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ